আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পৃথিবীর কোথাও রাষ্ট্রধর্ম ইসলাম নেই। পৃথিবীর কোনো মুসলিম দেশে শুক্রবার বন্ধ নেই। তিনি বলেন, খসড়া শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষা ও ইংরেজি শিক্ষার সমন্বয় করা হয়েছে। ভারতে অনেক হিন্দু ছাত্র মাদ্রাসায় পড়ে এ মন্তব্য করে তিনি বলেন, পবিত্র কুরআনের অনুবাদও করেছেন একজন হিন্দু (গিরিশ চন্দ্র সেন)। আইন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার পর যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হবে। তিনি ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে বলেন, হাইকোর্টের পুরনো ভবনে বড় পরিসরে ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। তিনি বলেন, ১৯৭১-এর বর্বরতার বিচার এ সরকারের নির্বাচনী অঙ্গীকার। জাতীয় ইস্যুতে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করার সংস্কৃতি চালু করতে হবে। সংসদ বর্জনের সংস্কৃতি পাল্টাতে হবে।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতাদের সাথে মতবিনিময় ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সম্মেলনে পৃথক বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ড এবং জেল হত্যাকাণ্ডের বিচার একটি কালো আইনের কারণে ২১ বছর পর্যন্ত করা যায়নি। তিনি বলেন, বিদেশী বিভিন্ন শক্তি যারা আমাদের মানবাধিকার শিক্ষা দেয়, তারাও এ বর্বর হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে সোচ্চার নয়। আইন প্রতিমন্ত্রী বলেন, ২০০১-০৬ সালের নিপীড়নমূলক মিথ্যা মামলা, সংখ্যালঘু নির্যাতন ও বিভিন্ন হত্যাকাণ্ডের তদন্তের জন্য ইতোমধ্যে কমিশন গঠন করা হয়েছে। শিগগির কমিশনের কাজ শুরু হবে বলে তিনি জানান।
আইনজীবীদের সাথে মতবিনিময়সভায় আইন প্রতিমন্ত্রী বিচারক সঙ্কটের কথা স্বীকার করে বলেন, সংসদীয় সাব কমিটি আগামী দুই মাসের মধ্যে সংসদীয় কমিটির কাছে প্রতিবেদন পেশ করবে। সে প্রতিবেদনে সরকারি আইনজীবীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
আইনজীবী সমিতির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পিপি জসিম উদ্দিন খান ও পিপি কামাল উদ্দিন।
মানবাধিকার সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মসজিদে মাইক লাগিয়ে মিলাদ মাহফিলে নাগরিক অধিকার খর্ব হচ্ছেঃ এ দিকে মানবাধিকার সম্মেলনে বক্তৃতাকালে ব্যাংকার হাসিনা খান বলেন, ‘মসজিদে মাইক লাগিয়ে মিলাদ মাহফিল বা ওয়াজ মাহফিলের কারণে নাগরিকের অধিকার খর্ব হচ্ছে। অনেক অসুস্থ মানুষ এতে অস্বস্তিবোধ করেন। তিনি বলেন, আমরা মসজিদ থেকে শুধু আজান শুনব, অন্য কিছু কেন?’ পরে অনুষ্ঠানে বক্তৃতাকালে আইন প্রতিমন্ত্রী ওই মহিলার সাহসী উচ্চারণের জন্য অভিনন্দন জানান।
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯