ভাঙা রাস্তা, সরু পথ; চলাচলে বিঘ্ন ঘটে রোজ
আমাদের মন্ত্রীরা রাস্তায় নেমে তার নেয় না কোনও খোঁজ।
একিদন, দু’দিন, কাটে মাস বছরে,
মানুষের লাশে ঘর ভরে যায় কবরে।
তিনি হেসে বলে যান পাতালের গল্প
রেল হবে, উড়ালে দিন বাকী অল্প।
এদিকে মিশুকেরা মরে ভুত রাস্তায়
তারেকের মৃত্যুতে গোটা দেশ পস্তায়।
আবুলের হাসি তবু রয়ে যায় অমলিন
ক্যামেরায় তাই দেখে সব ভাবে ফরমালিন।
টাকা নাই অজুহাতে মালটাকে দোষ দেয়
অবশেষে মন্ত্রী রাস্তার খোঁজ নেয়।
টাকা যায় পানিতে কাদা আর বর্ষায়
ফকির এই দেশটার সব গেল গচ্চায়।