যখন খুব সুখে থাকি
তোমায় মনে পড়ে না। যখন খুব আনন্দ আর
আয়োজনে ব্যস্ত থাকি দিনভর! তোমায় মনে পড়ে না।
শুধু মনে পড়ে, যখন কোনও বিপদের উলুধ্বনী শুনি।
গভীর রাতে ঘুম ভেঙে গেলে, ইচ্ছে হয় ফোন দিই তোমাকে
বুকের তড়পানী আর কারও জন্য হয় না মা, আর যতো ভালোবাসা সব
মেকি আর পাতানো খেলা কি তবে?
কেন গভীর বৃষ্টি আর ঝড়ের রাতে কেবলই ইচ্ছে হয় শুয়ে থাকি তোমার কোলে!
কেন দিশেহারা সময়গুলোতে ভেসে ওঠে তোমার মুখ?
আজ কতদিন কত রাত তুমি পাশে নেই;
তুমি ব্যস্ত ছেলের ভবিষ্যত সাজানোর কাজে।
অথচ টের পাও না মাঝে মাঝে কী বেদনার সুর বাজে এই প্রাণে।
সুখের আষ্ফালনে ভুলে থাকি বলে ভুল বুঝবে আমায়?
অসুখের দিনে ফিরে এসে ফের ভাঙাবো ভুল
রাঙাবো ভুবন কাঁদো কাঁদো বোলে, আমায় নেবে না কোলে...
তোমার অফুরন্ত উচ্ছাসে, ভাসবে দুকুল অশ্রুর বন্যায়
সাজবে পৃথিবী নতুন আলোয় মুছে দিয়ে সব অন্যায়।