কি করে সইবো, কি করে বইবো, এক জনমে এত ব্যথা!
পাথর করে কেন জন্ম দিল না বিধাতা
আমি তো নদী নই তবু চোখে জল
না বুঝে ভালোবাসার এই ফলাফল
কার ভুলে এ জীবন ভেজা কবিতা
পাথর করে কেন জন্ম দিল না বিধাতা।
গেয়েছি যত গান গানে যত সুর
নিজের অজান্তেই বেদনা-বিধুর
কোন দোষে ভিজে আছে চোখের পাতা
পাথর করে কেন জন্ম দিল না বিধাতা।
কি করে সইবো, কি করে বইবো, এক জনমে এত ব্যথা!
পাথর করে কেন জন্ম দিল না বিধাতা
ইতি
তোমার ভালবাসার ভিখারী
ফেরারী মামুন খাঁন