কেন আজ নেই তুমি আমার পাশে
তাঁরা হয়ে চলে গেছো ঐ দূর আকাশে
সারা রাত দেখি বসে আছ তুমি
রুপালী ঐ চাঁদের পাশে
আর আমি তখনও নির্ঘুম
জেগে থাকি রাত্রি শেষে..।
আকাশ অনেক বড়…
তবুও,
সে কাঁদে…!!
আর আমি ?
...
আমিতো তার তুলনায় কত্ত ছোট...
আমিও কাঁদি…!
আকাশের মত আমি কাউকে সিক্ত করতে পারিনা,
বর্ষার মত পারিনা অবিরাম ঝরে পড়তে,
মেঘের মত স্বাধীন হতে পারি না, এমনকি…
না পারলাম তোমার বিরহের সাথী হতে.......!!
ইতি
তোমার ভালবাসার ভিখারী
ফেরারী মামুন খাঁন