আমার বুকে মুখ লুকাইয়া অন্য কারো জন্য তুমি কাঁন্দো
আজ বুইজাছি আমায় লইয়া কি পিরিতের ঘর বুকে বান্ধ !
এমন দৃশ্য দেখার আগে মরন ছিল ভাল
নাও কেড়ে বিধি আমার দুই নয়নের আলো !
আমার সকল সুখের দুয়ার হইয়া গেছে বন্ধ!
আজ বুইজাছি আমায় লইয়া কি পিরিতের ঘর বুকে বান্ধ !
এত কষ্ট নিরব ব্যাথা যায়না মুখে বলা !
তুষ আগুনে দিবা-রাতি ধিকি-ধিকি জ্বলা
বোকার মত তোমার প্রেমে ছিলাম আমি অন্ধ
আজ বুইজাছি আমায় লইয়া কি পিরিতের ঘর বুকে বান্ধ
ইতি
তোমার ভালবাসার ভিখারী
ফেরারী মামুন খাঁন