ছোট্র চাকরি অল্প বেতন টিনের চালা ঘর
নুন আনতে পানতা ফুরায় দুঃখ নিরন্তর
বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে টিনের ভাঙ্গা দিয়ে
অনেক কষ্টে বেঁচে আছি বুকে সপ্ন নিয়ে
এমন একটা দুঃখী মানুষ সুখী হতে চায়
ভাবছি রুপা ভাবছি রুপা এই ঘরে কি তোমাকে মানায়।
বড় লোকের মেয়ে তুমি সুখে থাকার স্বভাব
কোনদিন ত্ত বুঝনি তো কাহরে বলে অভাব
যোগ্য ছেলের সাথে বিয়ে বলছে তোমার মায়।
ভাবছি রুপা ভাবছি রুপা এই ঘরে কি তোমাকে মানায়।
এছি ত্তয়ালা গাড়ি চলো দামী পোষাক গায়
চোখে তোমার রঙ্গিন চশমা সোনার নুপুর পায়
তোমার সাথে মনের মিলন যদি হয়ে যায়।
ভাবছি রুপা ভাবছি রুপা এই ঘরে কি তোমাকে মানায়।
ইতি
তোমার ভালবাসার ভিখারী
ফেরারী মামুন খাঁন