প্রথমে সামি, যাদব আর মোহিত শর্মার
উপর হালকা তামিম ইকবাল মিশিয়ে
নিন। তার
উপর খানিকটা সৌম্য সরকার ছিটিয়ে
দিয়ে
মাহমুদুল্লাহ রিয়াদ মেখে নিন। এরপর
জাদেজা ও অশ্বিনের সাথে একটি
মুশফিকুর
রহিম ভেঙে দিন। খেয়াল রাখবেন
মুশফিকের
পরিমান যেন বেশি না হয়। তাহলে
ঝালের
মাত্রা অতিরিক্ত হয়ে যাবে। এবার
একটু
মাখা মাখা করে ভালোভাবে
সাকিব আল
হাসান
মিশিয়ে নিন। এভাবে মাখতে থাকুন।
আঙ্গুলের
ডগায় নিয়ে জিহ্বায় লাগিয়ে দেখুন
সবকিছু
ঠিক আছে
কিনা। যদি ঠিক না থাকে, তাহলে
সুরেশ রায়ানার সাথে এক চামচ
সাব্বির
রহমান ঢেলে দিন। এবার চাইলে একটু
মাশরাফিও দিতে পারেন। না দিতে
চাইলে
নাই। আপনার ইচ্ছার উপর নির্ভর করবে।
ব্যস
হয়ে গেলো স্পেশাল ভারতভর্তা।
এবার
পরিবেশন করুন।
প্রথমে মাশরাফি ও রুবেলকে খেতে
দিন।
তারপর তাসকিনকে টেবিলে বসিয়ে
কিছুক্ষণ
বিরতি নিন। এবার সাকিব ও
আরাফাতকে
ডাকুন। ওরা খেতে বসুক। যদি দরজার
পাশে
মাহমুদুল্লাহ রিয়াদ এসে মুচকি হাসে,
তাহলে তাকেও টেবিলে বসিয়ে
দিন।
দেখবেন সাব্বির রহমানের জন্য আর
একটু ভর্তাও নেই, সব সাবাড় হয়ে গেছে।
এবার
সাব্বিরকে কিভাবে সামাল দিবেন,
সেটা
আপনার
ব্যাপার।
খাবার টেবিলে ভারতভর্তা শেষ,
সেমিফাইনালে বাংলাদেশ।"