আপনাদের জন্য মজার একটি টুলস নিয়ে হাজির হলাম আজ। অনেক ঘাটাঘাটির পর বের করলাম। যাদের ল্যাপটপের লেখা পড়তে অসুবিধা হয় ,তাদের জন্য লেখাটি উপকারে আসবে বলে মনে করি। এর জন্য আপনাকে যা করতে হবে,
1. right click on the mouse.
2.click personalize>display>magnifier tools.
3. then click on option & turn on the colour inversion..
কাজ শেষ। এবার এ টুলস থেকে যে সুবিধাগুলি পাবেন,
1. যেকোনো লেখা,ছবি,ভিডিও ইচ্ছামত জুম করে দেখতে পারবেন।
2. turn on the colour inversion এর left side ক্লিক করলে পুরা ডিসপ্লে ন্যাগেটিভ বা নাইটমুড আকার ধারন করবে।
3.কোন নেগেটিভ ছবিকে পজেটিভ কিংবা পজেটিভ ছবিকে নেগেটিভ করে দেখার জন্যও এটি সমাদৃত।
4.ডিসপ্লে কে কয়েকটি বাইল্ট ইন মুডে ম্যাগনিফাইড করতে পারবেন।
নিচে আমার বন্ধুর সাথে একটা ফটো eduit করে দিলাম। এটাকে পজিটিভ মুডে দেখতে পারবেন উপরোক্ত টুলস ব্যবহার করে। ধন্যবাদ সবাইকে, ঈদ মুবারক।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৯:২৩