ইতিমধ্যে সবাই হয়ত জেনেছেন, ব্লগ-ডে উপলক্ষে আমরা সিলেটি ব্লগাররা ব্যাপক মজা করেছি । আরে মজা শুধু ১৯ তারিখে হবে কেন ? আমাদের ব্লগ-ডে আড্ডা শুরু হয়েছে আরও একমাস আগে থেকে । আমাদের ধারাবাহিক মজা করার ইতিবৃত্ত একটু জানিয়ে দিই । নিয়েল(হিমু) তার প্রিয় আড্ডার জায়গা হিসাবে একটা টং দোকানের ছবি পোস্ট করে । সিলেটের এয়ারপোর্ট রোডের সেই দোকান আমি চিনে ফেলি । ঐ পোস্টের সূত্র ধরে নিয়েলের সাথে আমার পরিচয়, একদিন নিয়েল আমার অফিস আসে । আড্ডার পাশাপাশি রুশানের জন্য সহায়তা কার্যক্রম এবং ব্লগ-ডে উদযাপনের ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসি । ঐ রাতেই (২৫ নভেম্বার) নিয়েল (হিমু) একটা পোস্ট দেয়, ২৯ নভেম্বার ব্লগ-ডে প্রস্তুতির প্রথম মিটিং উপলক্ষে ।
ব্লগ ডে উপলক্ষে সিলেটে অবস্থানরত ব্লগারদের দৃষ্টি আকর্ষন
দুইদিন পর ২৭ নভেম্বার আমিও একটা পোস্ট দেই ।
'ব্লগ ডে' উপলক্ষে সিলেটে অবস্থানরত ব্লগারদের দৃষ্টি আকর্ষন মূলক পোস্ট : আইওয়াক্কা
এই দুই পোস্টে সিলেটি ব্লগারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাই । ২৯ নভেম্বার আমি নিয়েল কে নিয়ে সিলেটের ঐতিহাসিক ক্বীন ব্রীজের নিচে যাই । কেউ কাউকে চিনিনা, তবুও একে একে ১১ জন ব্লগার একত্রিত হই । জম্পেস আড্ডা আর ফুচকা খেয়ে আমরা প্রথম মিটিং করি । সেই মিটিংয়ের আপডেট দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় নিচের পোস্ট দেন এবং যোগাযোগের সুবিধার জন্য ফেসবুকে ব্লগারস অব সিলেট (সিলেটের ব্লগার) নামে গ্রুপ খোলা হয় ।
সিলেটের ব্লগার ভাই ব্রাদার দের দৃষ্টি আকর্ষণ করছি । আসন্ন ব্লগ ডে উপলক্ষ্যে সিলেটে হয়ে গেলো পরথম মিটিং ।
কিন্তু ঐ পোস্টে আপলোডকৃত গ্রুপ ছবি নিয়ে ব্যাপক ক্যাচাল শুরু হয় । আমাদের প্রথম মিটিংয়ে একজন বিতর্কিত ব্লগারের উপস্থিতি বেশিরভাগ ব্লগার মেনে নিতে পারেন নি । এক পর্যায়ে 'জানা 'পা এসে উনার সুস্পষ্ট মতামত দিয়ে যান । এই আলোকে আমরাও স্বাধীনতা বিরোধীদের বর্জন করে ব্লগ-ডে উদযাপনের সিদ্ধান্ত নেই ।
এরপর ৮ ডিসেম্বার ২য় মিটিংয়ের আহবান জানিয়ে সাকিন উল আলম ইভানের পোস্ট ।
আসন্ন বাংলা ব্লগ দিবস -সিলেটের ব্লগারদের দ্বিতীয় মিটিং এর জন্য আহবান করা হল
সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহের মনোরম পুকুর পাড়ে আমরা ১৬ জন ব্লগার একত্রিত হই । ছবি দেখুন
সেই মিটিংয়ের আপডেট নয়ে 'একটু স্বপ্ন' ভাইয়ের পোস্ট..
চতুর্থ বাংলা ব্লগ দিবস, সিলেটের আপডেট! দ্বিতীয় মিটিংটিও হয়ে গেল। অপেক্ষা শুধু ১৯ ডিসেম্বরের জন্য!
১০ ডিসেম্বার ব্লগ-ডে'র ভেন্যু দেখতে আমি আর নিয়েল(হিমু) সাস্টে যাই । সেখানে মাননীয় মন্ত্রী, ইভান, জনৈক গন্ডমূর্খ, পিয়েল এবং রেজওয়ান কে নিয়ে ডঃ জাফর ইকবাল স্যারের সংগে দেখা করি । জাফর ইকবাল স্যারের পিসিতে মন্ত্রী মহোদয়(রুপম) স্যারকে সামহোয়্যারইন ব্লগ ঘুরিয়ে দেখায় । স্যার ব্লগের কার্যক্রম নিয়ে আগ্রহ দেখান এবং আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি প্রদান করেন । এটা নিয়ে তানভীর চৌধুরী পিয়েল এর পোস্ট..
ব্লগ দিবস উদযাপনের প্রস্তুতি: সামু ব্লগ দেখলেন জাফর ইকবাল স্যার!
জাফর ইকবাল স্যারকে সামহোয়্যারইন ব্লগ ঘুরিয়ে দেখানোর ছবি
১৫ তারিখ সকালে 'একটু স্বপ্ন', নিয়েল(হিমু) আর দলছুট শুভ কে নিয়ে আবার সাস্টে যাই । ভেন্যু চুড়ান্ত হয় শাহজালাল ইউনিভার্সিটির (সাস্ট) পাহাড় চূঁড়ায় অবস্থিত বিখ্যাত শহীদ মিনার । ঐদিন ব্লগ-ডে'র খুটিনাটি সবকিছু ঠিক করে নেই । তবে ঐদিনের সবচেয়ে বড় অর্জন ছিলো জানা আপু'র সাথে ম্যারাথন মোবাইল আড্ডা ।
১৫ ডিসেম্বারের আড্ডাবাজি আর চুড়ান্ত প্রস্তুতি নিয়ে 'জনৈক গণ্ডমূর্খ'র পোস্ট
সিলেটের ব্লগ ডে অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন: এখন পালা শুধুই অপেক্ষার....
১৭ তারিখ সন্ধ্যায় আবার আড্ডা সিলেটের বিখ্যাত 'পানসী' রেস্টুরেন্টের লনে । তার আমরা দুইটা কেকের অর্ডার দেই 'বনফুলে' । একটা ৪র্থ ব্লগ দিবসের জন্য, আর আরেকটা ছাগুদের জন্য । যেসব ছাগু'র কাঠাল পাতায় অরুচি ধরেছে, তাদের জন্য 'কাঠাল কেক'
আর চুড়ান্ত প্রস্তুতির শেষ ক্ষনে, ১৮ ডিসেম্বার রাতে ব্লগার দম্পতি 'একটু স্বপ্ন' আর 'মেঘ রোদ্দুর' আপুর বাসায় সকল সিলটি ব্লগারের দাওয়াত । আমরা একে একে ১৬ জন ব্লগার উনাদের বাসায় হাজির । আপুর রান্না এত মজা, ওহহ কি রাঁধেননি তিনি, নিজের হাতে বানানো কেক, বিরিয়ানি-পোলাও-চপ আর ডেসার্ট হিসাবে পায়েশ । ঐ দিন 'একটু স্বপ্ন' (মোর্শেদ ভাইয়ের) জন্মদিন ছিলো যে
ব্লগার মেঘ রোদ্দুর আপুর রান্না নিয়ে দলছুট শুভ'র পোস্ট
শুভ জন্মদিন ব্লগার " একটু স্বপ্ন " ( আপ্যায়নের ছবি সহ )
যাই হোক অনেক মজা-উত্তেজনা-প্রতিক্ষার অবসানে আজ এলো ১৯ ডিসেম্বার, ৪র্থ বাংলা ব্লগ দিবস । শুরুতেই কয়েকটি মন খারাপ করা খবর । একটানা হরতালের পর আজকে দিন সারাদেশ হরতাল মুক্ত, কিন্তু সাম্প্রদায়িক গোষ্টি আজকে সিলেটে হরতাল ডেকে বসে । একই সাথে জাফর ইকবাল স্যারের কাছ থেকে ম্যাসেজ আসে, তিনি ব্যক্তিগত প্রয়োজনে সপরিবারে ঢাকা যাচ্ছেন (প্রবাসী ছেলেকে রিসিভ করার জন্য) । আর হরতালের জন্য আজ কুরিয়ারের গাড়ি শহরে আসতে পারেনি, তাই ঢাকা থেকে পাঠানো ব্যানার পেতে প্রায় সন্ধ্যা হয়ে গেলো ।
কিন্তু না, এত সমস্যার পরেও আমাদের ব্লগ-ডে উদযাপনের আনন্দে কোন ভাটা পড়েনি । দুপুর তিনটা থেকেই ব্লগার দলে দলে সাস্টের বিখ্যাত পাহাড় চূড়ায় অবস্থিত শহীদ মিনারে আসতে থাকেন । শুধু সিলেট শহর নয়, মৌলভিবাজার, সুনামগন্জ এমনকি ঢাকা থেকেও কয়েকজন ব্লগার এসে যোগ দেন । এসেই ব্লগারদের প্রানোচ্ছল আড্ডায় শহীদ মিনার প্রাঙন এক মধুর মিলন মেলায় রুপ নেয় ।
ব্লগ-ডে'র মূল অনুষ্ঠান শুরু, সন্চালক দলছুট শুভ
স্বাগত এবং শুভেচ্ছা বক্তব্য
বাংলা ব্লগ নিয়ে 'একটু স্বপ্ন' ভাইয়ের কিছু কথা
জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা সর্দার ভাই আমাদের অনুপ্রেরনা দিতে এলেন
অতিথি সহযোগী অধ্যাপক মাজহারুল ইসলাম শুভেচ্ছা বক্তব্যে, কথা শুনে মনে হলো ছদ্ম নামে ব্লগিং করেন
ব্লগ দিবসের সেই মহার্ঘ্য কেকে কাটা । অধ্যাপক জহির-বিন-আলম, সহযোগী অধ্যাপক মাজহার এবং বীর মুক্তিযোদ্ধা সর্দার ভাই কেক কাটেন । সাথে আমাদের সবার প্রিয় বিভোর
এর আগের দুইবার সাক্ষাতেই যুদ্ধ হয়েছে(আগের দুইবার বিভোর পিয়েল কে কি করেছে এটা বলা যাবেনা ) । এইবার আর বিভোর যুদ্ধের পথে হাটেনি, তাই তানভীর চৌধুরী পিয়েলের সাথে যুদ্ধবিরতি (সাদা পতাকা)
বীর মুক্তিযোদ্ধা সর্দার ভাইকে নিয়ে ব্লগারদের আড্ডা
মাননীয় মন্ত্রী মহোদয় ইন এ্যাকশন
অনলাইন স্ট্রিমিং করার প্রচেষ্টা টেকি ব্লগারদের
ডানপন্থি ব্লগারেরা (ডান রো তে বসা)
বামপন্থি ব্লগারেরা ( বাম রো তে বসা)
তিন নারী ব্লগার 'মেঘরোদ্দুর' আপু, 'সুরন্জনা' আপু(আমাদের মাঝে সবচেয়ে সিনিয়র), আর 'নরম আলো' আপু
বিচিত্র ভংগিমায় ব্লগারদের আড্ডা (বাম থেকে ইভান, মামুন, মোর্শেদ ভাই, পিয়েল, রেজওয়ান, আলমগীর, দলছুট শুভ)
সামুর চার ফাইটার নিয়েল হিমু(ছবিতে হাওয়া হয়ে গেছে ), সাকিন উল আলম ইভান, সিলেটি জামান আর মামুন৬৫৩
ব্লগার দম্পতি মেঘরোদ্দুর-একটুস্বপ্ন'র ফটোগ্রাফার কন্যা 'আনমনা' মামনি'র কথা না বললেই নয় । আমাদের বেশিরভাগ ছবিই এসেছে ওর ক্লিক ক্লিক থেকে ।
সিলেটের ব্লগ-ডে উদযাপন নিয়ে ব্লগার 'সুরন্জনা' আপুর দেয়া পোস্ট..
সিলেটে সফল ভাবে ব্লগ দিবস পালিত।
সিলেটের ব্লগ-ডে উদযাপন নিয়ে নিয়েল (হিমু)'র পোস্ট..
ব্লগ ডে উদযাপন এবং আমার কৃতজ্ঞতা ।
আজ রাত সাড়ে দশটায় বাংলা ভিশন এর খবরে প্রচারিত সিলেটের ব্লগ-ডে'র ভিডিও দেখুন ( শ্রদ্ধেও মোর্শেদ খান ভাইয়ের সৌজন্যে ভিডিও লিংক পাওয়া গেছে ।)
সিলেটে ব্লগ-ডে উদযাপনের ভিডিও চিত্র ।
কৃতজ্ঞতা : 'জানা' আপু, ব্লগার আমিনুর রহমান এবং বাংলা ভিশন সিলেট প্রতিনিধি শামীম ভাই ।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৪