সৃজনশীল প্রশ্নঃ
উদ্দীপকঃ নবীজি রাসুল (সঃ) তার জন্মের ৪০ বছর পরে নবুয়্যত লাভ করেন। হেরা গুহায় ধ্যানরত অবস্থায় ফেরেশতা জিবরাইল (আঃ) এর মাধ্যমে আল্লাহ পাকের তরফ থেকে ওহি লাভ করেন।
প্রশ্নঃ নবীজি রাসুল (সঃ) এর জন্ম কতসালে ?
ক. ৫৫০ খ. ৫৭০ গ. ৫৭৫ ঘ.৬৭৫ খিষ্ট্রাব্দে
প্রশ্নঃ নবীজি রাসুল (সঃ) নবুয়্যত লাভ করেন কবে ?
ক. ৫৫০ খ. ৫৭০ গ. ৬১০ ঘ.৬৭৫ খিষ্ট্রাব্দে
* এখনকার ইসলাম ধর্ম আসল কবে থেকে, রাসুল (সঃ) -এর নবুয়্যতের আগে নাকি পরে ?
* নবুয়্যতের আগে তাহলে নবীজি কোন ধর্মে বিশ্বাসী ছিলেন ?
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩২