কত্তা যখন শুয়োর বলেন, তখন ওটা
ফান।
তখন যে তা গুণের বাহার, যায় যে বেড়ে
মান।
নায়েব মশাই কত্তা পানে, মুগ্ধ হয়ে
চান।
ফুলে উঠা বুকের সিনায়, লাগে দারুণ
টান।
মনের ঘরে থরে থরে, আসে খুশির
বান।
তখন তিনি আনন্দতে, নৃত্য করে
গান।
অন্য কেহ বললে তেমন, দিয়ে হেঁচকা
টান,
আচ্ছা করে ধোলাই দিয়ে ফেলবে ছিড়ে
কান।
আঁতের মাঝে লাগবে যে ঘা, নেই তো কোন
ভান।
পাইক পেয়াদা যত আছে, বলবে ডেকে
আন।
নায়েব মশাই তখন যে ভাই, লড়িয়ে দেবেন
জান।
পাত্র ভেদে প্রীতি নীতি, বাম হয়ে যায়
ডান।
এমনি করে সকল নায়েব রক্ষা করেন
মান।
#আবদুল্লাহ আল মামুন... ২০-১২-২০১৮।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। চিত্রশিল্পীর নাম জানা নাই।)
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩