নীল শাড়িটা পরতে যদি নীল আকাশের মত,
নীলচে চুড়ির রিনিঝিনি লাগতো ভালো কত!
কর্ণে তোমার শোভা পেলে নীলচে কানের দুল,
খোপায় যদি পরতে তুমি নীলচে কোন ফুল।
হাতটি ধরে যেতাম যদি অনেক দূরের দেশে,
গ্রাম ছাড়িয়ে নদীর পাড়ে নীল গগনের শেষে।
নীল নয়নের নীল সাগরে দিবো আমি ডুব,
তোমার মাঝে হারিয়ে যাবার ইচ্ছে আমার খুব।
আসবে নাকি নীল শাড়িতে নীল গগনের কাছে?
তোমার জন্য ভালোবাসা আগের মতই আছে।
#আবদুল্লাহ আল মামুন... ০৪-১১-২০১৮।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। মূল আলোকচিত্র শিল্পীর নাম জানা নাই।)
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪