অনেক চিন্তা করে করে বের করে দেখলাম এ দেশের সিনেমা লোকে দেখে না কেনো। পাশেই পশ্চিম বঙ্গেও আজকাল যেই সেই সিনেমা হিট হয়ে যাচ্ছে। হলিউড আর বলিউড এই সিনেমা থেকেই কত কোটি কোটি ডলার আয় করছে। এদেশের সিনেমা কে এবং এ মহলে যারা কাজ করে তাদের খুঁত ধরতে আর তাদের গালি দিতে ওস্তাদ লোকের অভাব হয় না। কিন্তু ভালো পরামর্শ দেওয়ার মত লোকের বড়ই অভাব। তাই আমি ভাবলাম ভালো কিছু পরামর্শ দিয়েই যায়। আমার পরামর্শ গুলো এদেশের দামাল পরিচালকেরা মেনে চললে আশা করছি সিনেমা হিট হতে বাধ্য।
১। ভালো গল্পের দরকার। এ দেশে ভালো গল্প নাই এটা আমি মানতে পারি না। আমি মনে করি গল্পের দেশ বাংলাদেশ। তবু যদি গল্প না পান নিচের কাজ গুলো করা যায়।
ক। এদেশে এমন এমন কাজ হয় যা কল্পনাকেও হার মানায়। এ ঘটনাগুলোকে সিনেমা আকারে সহজেই তুলে ধরা যায়।
খ। এদেশে সাধারণ মানুষ চিনে এমন বিশ্বমানের লেখকরা আছে তাদের গল্প অবলম্বনে সিনেমা বানাতে হবে।
গ। গল্প লেখা প্রতিযোগিতা করতে হবে। তারপর সেরা গল্প অবলম্বনে সিনেমা করতে হবে।
ঘ। গল্পের সাথে প্রাসঙ্গিক সিনেমার নাম ঠিক করতে হবে।
ঙ। অশ্লীল আর ন্যকা ন্যাকা প্রেমের বাণিজ্যিক গল্প ডাস্টবিনে ফেলে দিতে হবে।
এরপরও যদি কেউ মনে করেন ভালো গল্প পাবেন না। তবে বিদেশি সিনেমার গল্প অবলম্বনে সিনেমা বানাবেন। এটা করা অপরাধ না যখন আপনি সেই সিনেমার গল্পের স্বত্ব কিনে নিবেন। আপনি প্রকাশে সব করবেন। দেখবেন জনগণ আপনার সিনেমা ঠিক দেখবে।
২. ভালো নায়ক দরকার। এদেশে তো নায়কের ছরাছরি। এদেশে নায়কের অভাব হবার কথা না। এদেশের আনাচে কানাচে অনেক সালমান শাহ ছড়িয়ে আছে। তাদের খুঁজে বের করতে হবে। সিনেমা হিট করতে হলে নায়কের যে যে বৈশিষ্ট্য থাকা দরকার তা হলঃ
ক। প্রথমেই ভালো অভিনয় জানতে হবে। থিয়েটার , মঞ্চ, কলেজ অনেক জায়গা আছে যেখানে ভালো অভিনেতা আছে। তবে হ্যা অভিনেতা খুঁজতে গিয়ে কোন নেতাকে নিয়ে আসলে চলবে না।
খ। এদেশের মানুষ মুখ দেখে মানুষকে মূল্যায়ন করতে পছন্দ করে। মুখ সুন্দর তো লোক সুন্দর। মুখ খারাপ তো লোক খারাপ। ফেয়ারনেস ক্রিম মেখে আর মেকাপ করে হিজরাদের মত ফর্সা নায়ককে এদেশের মানুষ টাইম দেয় না।
গ। বডি ফিটনেস ভালো হতে হবে। মার্শাল আর্ট জানলে খুব ভালো। যারা ভালো মারামারি করতে পারে তারা ভালো নাচতেও পারে।
৩. মুটকি নায়িকাদের দেশ বাংলাদেশ এ লেবেল সরাতে হবে। আমাদের দেশের নায়িকাদের থলথলে বডি দেখে লোকের নায়িকাদের প্রতি অরুচি ধরে গেছে। এজন্য
ক। আর্মি তে যোগ দিতে যেমন যোগ্যতা দরকার সে রকম নায়িকা হবার যোগ্যতা আছে কিনা তা দেখে সিনেমাতে কাজ দিতে হবে।
খ। নায়িকাদের শালীন পোশাক পরতে দিতে হবে। এদেশের মেয়েদের সালওয়ার কামিজ আর শাড়ীতেই সবচেয়ে সুন্দর লাগে।
৪। ভালো স্ক্রিপ্ট না থাকলে ভালো সিনেমা ক্যামনে হবে। ভালো ভালো স্ক্রিপ্ট রাইটার দের স্ক্রিপ্ট লিখতে হবে। দরকার হলে স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতা করতে হবে।
৫। এখনও এদেশের সিনেমাতে বৃষ্টি পড়ে দেখে আমার খুব খারাপ লাগে। আগে ভালো ক্যামেরা যোগাড় করতে হবে। সাকিব খানকে ৩০-৩৫ লাখ টাকা দিয়ে সিনেমাই না নিয়ে সে টাকা দিয়ে দরকার হলে ভালো ক্যামেরা ভারা করে আনতে হবে। ভালো জায়গায় ফিল্ম প্রিন্ট করতে দিতে হবে।
৬. এদেশের ফিল্ম এডিটিং কে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। এদেশে ভালো এডিটর না থাকলে দরকার হলে হলিউড থেকে ফিল্ম এডিট করে আনতে হবে।
৭। সিনেমা রিলিজের আগেই সিনেমার মিউজিক ব্যাপক ভাবে প্রচার প্রসার করতে হবে। এদেশে একটা মিউজিক চ্যানেল খুলতে হবে যেখানে শুধু নতুন সিনেমার গানের ভিডিও , শুটিং ইত্যাদি দেখানো হবে।
৮। নাচের কোরিয়গ্রাফার মনে হয় এদেশে ভালো নায়। তাই বিদেশ থেকেই আনা ভালো। যদি তাও না পারা যায় তবে নাচ বাদ দিয়েই দেয়া উচিত। আমি দেখেছি এ দেশের মানুষ ভালো নাচ পারে। না। সিনেমার মাঝে আনাড়ি নাচগান বিরক্তির উদ্রেগ ঘটায়।
৯। এদেশের সিনেমা যারা বানায় তারা বাজেট নিয়ে হীনমন্যতাই ভুগে। ভালো সিনেমা বানাতে পারলে পরিচালকের স্পন্সরের অভাব হবে না । সিনেমার ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি করতে হবে। এ দেশের বিভিন্ন কোম্পানি আছে যারা তাদের টেলিভিশনের অ্যাড বানাতেই কোটি কোটি টাকা খরচ করে । তাদের কাছে টোপ ফেলতে হবে। দেখবেন সিনেমার বাজেট ঠিক উঠে আসবে।
১০। সব শেষে সিনেমার প্রচার প্রসার। হলিউড, বলিউড এ সিনেমা রিলিজ হবার ২-৩ মাস আগে থেকে প্রচারণা শুরু করে দেয়। প্রচারনাই সিমেনা হিট করার সবচেয়ে বড় একটি উপায়। সিনেমার প্রমো হতে হবে ফাটা ফাটি। আমি মনে করে এই ক্ষেত্রে বাঙালি পিছিয়ে। তাদের প্রমো আসিতেছে আসিতেছে টাইপ। প্রমো হতে হবে হলিউড স্টাইলের যাতে তা দেখেই সিনেমা দেখার প্রবল আগ্রহ মনের মাঝে জেগে উঠে। আমি মনে করি সিনেমার প্রমো করতে দেয়া উচিত বিদেশে।
আমাদেরর কে এফ ডি সি কেন্দ্রিক সিনেমা থেকে বেরিয়ে সারা দেশে এ সিনেমা নিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে প্রুচুর যোগ্য জনবল তৈরির চেষ্টা করতে হবে এখনি। এছাড়াও অনেকে বলে এদেশে নাকি ভালো সিনেমা হল নাই। আমি মনে করি যে দেশে ভালো সিনেমাই নাই সে দেশে সিনেমা হল বানিয়ে কি হবে!! সিনেমা ভালো হলে লোক এমনি সিনেমা দেখতে আসবে আর তখন সিনেমা হল গুলো এমনি গড়ে উঠবে । কারন এদেশের মানুষ গল্প শুনতে ভালোবাসে। আর সিনেমা হলো এক ধরনের গল্প বলা। বছরে বেশি বেশি সিনেমা বানানোর কোন দরকার নাই। যে কটা সিনেমা বের হবে তাই মানসম্মত হওয়া উচিত। মান সম্মত সিনেমা বানাতে যদি আমার ২ বছর লেগে যায় তাতে অসুবিধা কোথায়??
বাংলাদেশে সিনেমা শিল্পের ব্যাপক উন্নয়নের এখনি সময়। এদেশের উদীয়মান তরুণ ফিল্ম মেকারদের কাছে আমার এই আহবান থাকল যে তারা যেন ভালো সিনেমা বানায় আর আমাদের দেশের মানুষ এদেশের সিনেমা নিয়ে অহংকার করার সুযোগ করে দেয়।
---------------------------------------------------------------------------------------------------------------------------------
এদেশের সিনেমা হিট করার জন্য আমার মনে যে ভাবনাগুলা ছিল তা আপনাদের সাথে শেয়ার করলাম। এ সব গুলো যে আমি ঠিক বলেছি তা আমি বলছি না । আপনাদের কোন পরামর্শ থাকলে শেয়ার করতে পারেন।