ছিড়ছে পতাকা ভাংছে শহীদ মিনার। কাটছে রগ। পুলিশের উপর মুহুর্মূহু বোমা হামলা ও গুলি হচ্ছে। আবার একাত্তর। বেয়াল্লিশ বছর কালসাপ পুষেছি। ছো্বল তো মারবেই।
* ২৫ মার্চ ১৯৭১, গণহত্যা চালানো হয় পুলিশের উপর রাজারবাগে। ২২ ফেব্রুয়ারি ২০১৩, খুন পুলিশ, গুলিবিদ্ধ, আহত।
*১৪ ডিসেম্বর ১৯৭১, জাতির কন্ঠ ও বিবেক বুদ্ধিজীবী হত্যা। ২২ ফেব্রুয়ারি ২০১৩, সাংবাদিকদের উপর বোমা হামলা, সাত সাংবাদিক গুলিবিদ্ধ, ১৫ জন বিভিন্নভাবে আহত। অসংখ্য আক্রমণ।
*একাত্তরে লেখকদের নিশ্চিহ্ন করা হয়, জবাই করে গুলি করে চোখ বেধে মেরে ফেলা হয়। তোরোতে সব অনলাইন লেখককে জবাই করে হত্যা করার ঘোষণা দেয়া হয়।
* ২৫ মার্চ ১৯৭১, গুঁড়িয়ে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ২২ ফেব্রুয়ারি ২০১৩, ভাঙা হল সিলেট ফেণী সহ অনেক জায়গার শহীদ মিনার।
*একাত্তরে জাতীয় পতাকা পোড়ায় জামাত। ২২ ফেব্রুয়ারি তেরোতে জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেয় তারা।
*১৯৭১, হিন্দু দের বিরুদ্ধে যুদ্ধের নামে মুসলমান সহ সব ধরনের বাঙালি হত্যা। ২০১৩, নাস্তিক দের বিরুদ্ধে যুদ্ধের নামে মূলত মুসলমান সহ সব ধরনের বাঙালির উপর সারাদেশে আক্রমণ।
* ‘কোনো ভালো মুসলমান তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থক হতে পারে না।’- গোলাম আযম, ৭১ সালের ৩১ আগস্ট। 'কোন ভালো মুসলমান তথাকথিত শাহবাগ আন্দোলনের সমর্থক হতে পারে না।'- জামায়াতে ইসলামী, ২০১৩।
* পাকিস্তান রক্ষার জন্য গৃহযুদ্ধে নামে জামাত একাত্তরে। যারা যুদ্ধে গণহত্যা চালিয়েছিল তাদের রক্ষার জন্য আবার গৃহযুদ্ধ ঘোষণা করে জানুয়ারি তেরোতে।
*দুই থেকে চার লক্ষ মা বোনকে বেশ্যা ঘোষণা দিয়ে নয়মাস ধর্ষণ করে জামাত ও সমমনা পাকিস্তানিরা। শাহবাগে যাওয়া সব নারীকে বেশ্যা ঘোষণা করে তেরো সালের জামাত ও সমমনা দলেরা।
*পাকিস্তানে জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর গণহত্যার দায়ে ফাঁসির আদেশ হয়। সেই ফাঁসি বাদ হয়ে যায়। তেরোতে সাড়ে তিনশ হত্যার নির্দেশদাতা কাদের মোল্লার ফঁাসির বদলে যাবজ্জীবন দন্ড হয়।
*একাত্তরে মাওলানা ভাষাণীর মত ধর্মপ্রাণ মুসলমানরা জামাতের বিরুদ্ধে তথ্য তুলে ধরেন। তেরোতে মুসলিমরা আবারো জামায়াতকে ধর্মদ্রোহী ঘোষণা করেন।
একাত্তরে জামায়াত পরাজিত। এবার কি হবে?
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪