আমি কিউবি ব্যাবহার করি। ৩জিবি ২৫৬ কে বি পি এস। লিমিটেড নেট তাই প্রায় সময় মেয়াদের আগেই শেষ হয়ে যেত।যদিও ডাউনলোড বা আপলোড তেমন একটা করতাম না বললেই চলে। তাই কদিন আগে থেকে ডি ইউ মিটার ব্যাবহার করা শুরু করলাম। গতকাল অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। আমার ল্যাপ্লিতে অন হওয়ার সাথে সাথে নেট অটো কানেক্ট হয়। এরপর যখন বিভিন্ন সাইটে ঢুকি তখন স্বাভাবিকভাবেই ডাটা ট্রাঞ্জেকশন হবে। তার পরে শুরু হয় আসল সমস্যা। সব ধরনের ব্রাউজার, এন্টিভাইরাস ও অন্যান্য আপডেট বন্ধ করার পর ও নেট ২০০-২৫০ কে বি পি এস স্পীডে ডাটা কোথায় হাওয়া হয়ে যেতে থাকে।
কাষ্টমার কেয়ারে ফোন দিলে তারা বলে আমার আইডি পাসওয়ার্ড কেঊ জানে কিনা??? আমি স্বাভাবিক ভাবেই বললাম না। আমি উল্টা জিজ্ঞেস করলাম এইরকম ব্যাবহার করা যায় কিনা??? উনি বললেন না (যদিও আমি আমার কাজিনের আইডি পাসোয়ার্ড দিয়ে ব্যাবহার করেছি)।পার্সওয়ার্ড পরবর্তন করেও দেখলাম। নাহ যেই লাউ সেই কদু। পরে উনি বললেন আমার ডি ইউ মিটারে নাকি সমস্যা!!!!
আমি আরো কিছু তথ্য দিচ্ছিঃ (my.qubee.com.bd)
#আমার গত দুইদিনের ব্যাবহার দেখাচ্ছে ২৩৩ মেগাবাইট।
#গতকাল মানে ০৬-১০-১১ এর ব্যাবহার ৯৭ মেগাবাইট (ওইদিন রাত ১২টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত ২৪ ঘন্টা)
#আজ রাত বারোটা থেকে এখন পর্যন্ত ১৩৬ মেগাবাইট (আমি খালি ৩ মেগাবাইটের দুইটা ফাইল ডাউনলোডাইছি বাকিটা কি করছি আল্লাহ মালুম)
আমার প্রশ্ন হলোঃ
• কম্পিউটারের সফটওয়্যার আপডেট(যদি হয়ে থাকে) কি টাস্ক ম্যানেজারে শো করে না???
• ডি ইউ মিটার কি ভুল রিডিং শো করে?
• কোন আপডেট চলছে কিনা তা কিভাবে বুঝবো???
দয়া করে কেউ জানলে সাহায্য করবেন । ধন্যবাদ