মানুষের সাথে কি কারও তুলনা হয়? মানুষের তুলনা শুধুমাত্র মানুষই হবে।
তাও আমরা ভাল বা মন্দ ভাবে মানুষকে কত কিছুর সাথে তুলনা করে থাকি। আসেন দেখে নেই কি কি ভাবে আমরা মানুষকে অন্য জিনিষের সাথে তুলনা করে থাকি।
۩ পশু ۩
☻বাঘের মত গর্জন
☻হরিনের মত চন্চল
☻কুকুরের মত ভক্ত
☻গাধা, গরু, ছাগল এর মত বোকা
☻বান্দরের মত দুষ্ট
☻গন্ডারের মত চামড়া
☻জেব্রার মত গলা
☻জলহস্তির মত মোটা
☻ঘোড়ার ডিম
☻হাতির মত শরীর
☻সিংহের মত সাহস
☻চিতার মত ক্ষিপ্র
☻ঘোড়ার মত দৌড়ানো
☻শিয়ালের মত ধূর্ত
☻বিড়ালের মত ম্যাও ম্যাও করা
☻সজারুর কাঁটার মত খাড়া খাড়া চুল
☻ভালুকের মত পশম
☻বলদের মত খাটুনি
☻কুত্তা, শুয়োর ইত্তাদির বাচ্চা
☻ঘাধার মত খাটুনি
☻বলদের মত বোকা
☻টাকার কুমির
☻কলুর বলদ
۩ পাখি ۩
☻শকুনের মত নজর
☻চিলের মত ছো মারা
☻কোকিলের মত কন্ঠ
☻কাকের মত খারাপ কন্ঠ
☻বাবুই এর মত শৈল্পিক
☻কবুতরের মত বাকুম বাকুম করা
☻ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখনি
☻ময়নার মত বুলি
☻হাঁসের মত ফ্যাস ফ্যাসে কন্ঠ
☻এক কাক আরেক কাকের মাংশ খায়না
☻পাখির বাসার মত চোখ
☻প্যাচার মত মুখ করে আছিস কেন
۩ পোকা-মাকড় ۩
☻পিপড়ার মত কর্মঠ
☻জোকের মত লেগে থাকা
☻ইঁদুরের মত সুর সুর করে গর্তে ঢুকে পরা
☻মাকরসা জালের মত বিপদে আটকিয়ে পরা
☻ব্যাংগের মত গা খশখশে
☻সাপের মত হিস হিস করা
☻মুখের কথা তো না সাপের বিষ
☻মৌমাছির মত এক ফুল থেকে আরেক ফুলে উড়া
۩ ফুল ۩
☻গোলাপের পাপড়ির মত ঠোট
☻বট গাছের ছায়ার মত আশ্রয়
☻জবা ফুলের মত লাল চোখ
☻ডুমুরের ফুল হয়ে যাওয়া
☻আঙ্গুল ফুলে কলাগাছ
۩ ফল ۩
☻বেলের মত মাথা
☻আপেলের মত গাল
☻গাছে কাঁঠাল গোফে তেল
☻আংগুর ফল টক
☻আম জনতা
☻কাঁচ কলা দেখানো
☻মাথায় কাঁঠাল ভাংগা
☻ন্যারা একবারই বেল তলা যায়
☻তার মন উপরে নারকেলের মত শক্ত কিন্ত ভিতরে শাসের মত নরম
☻জমি বাংগি ফাটা ফেটে গেছে
☻তরমুজের মত পেট
☻তাল গাছের মত লম্বা
۩ সব্জী ۩
☻আলু দোষ
☻রসুনের কোয়ার মত সব এক জায়গায় লেগে থাকা
☻পটলের চেরা চোখ
☻শাক দিয়ে মাছ ঢাকা
☻লেবু বেশি চিপলে তিতা হয়
☻মেয়েটি একদম ঢেরস মার্কা
☻শাকচুন্নি
☻আদার ব্যাপারীর জাহাজের খবর
۩ মাছ ۩
☻কৈ মাছের প্রান
☻পুঁটি মাছের জান
☻ইলিশ মছের প্রান
☻সোল মাছের মত পিছলে বের হয়ে যাওয়া
☻রাঘব বোয়াল
۩ অন্যান্ন ۩
☻কুলার মত কান
☻বাঁশির মত নাক
☻আকাশের মত উদার মন
☻গায়ের রং দুধে-আলতা
☻দের ব্যাটারী
☻কোদালের মত দাঁত
☻মুক্তার মত দাঁত
☻টিউব লাইটের মত বুদ্ধি
☻ননির পুতুল
☻ভয়ে কাঠ হয়ে যাওয়া
☻নাচতে না জানলে উঠান বাঁকা
☻পিটিয়ে তক্তা বানানো
☻কলা গাছের মত দাঁড়িয়ে আছো কেন