মশার অত্যাচারে নিশ্চয় অতিষ্ট হয়ে আছেন, তাহলে মশা তাড়াবেন কি করে, কয়েল, এরোসোল বা এন্টি ইনসেক্ট লিকুইড গায়ে মেখে।
মশা তো যাবে কিন্তু এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকারক, চামড়া এবং ফুশফুশের বারোটা বাজিয়ে দিবে
তাহলে আর কি প্রাকৃতিক উপায়ে খুব সহজে মশার হাত থেকে রক্ষা পেতে নিচের কাজটি করুন
একটি কমলালেবু বা পাতিলেবু নিন, এবং এর চারিদিকে ছবির মত করে লবঙ্গ ঢুকিয়ে দিন ব্যাস কাজ শেষ।
এবার এটি ঘড়ের এক কোনায় রেখে দিন দেখবেন একটু পরে মশা গায়েব আর লবঙ্গ এবং লেবু এয়ার ফ্রেশনার হিসাবে কাজ করবে
আপনি গায়ের খোলা অংশে কমলালেবু বা পাতিলেবুর চামড়া ঘষে দিন দেখবেন মশা গায়ে বসবেনা
কারন কি : প্রাকৃতিক ভাবে কমলালেবু বা পাতিলেবু গন্ধ মশা বা ছোট পোকা-মাকড় সহ্য করতে পারেনা