আসেন বাংলা সিনামার সিম্বলিক সট গুলির সাথে পরিচয় হয়ে নিই, এই সট গুলি দেখলেই আমরা বুঝতে পারব কি হয়েছে বা কি হতে যাচ্ছে
> নায়িকার শাড়ি ছেচরাতে ছেচরাতে যাওয়া - নায়িকা এই মাত্র ধর্ষিত হয়েছে
> পায়ের সাথে সাথে পা ঘষা ঘষি করা - ভিলেন নায়িকাকে ধর্ষন করছে
> নায়িকার মাথা ঘোরা বা বমি করা - নায়িকা বৈধ বা অবৈধ ভাবে পেট বাধিয়েছে
> নায়িকা নিজে চুড়ি ভাংছে - স্বামি মারা গেছে
> ভিলেন নায়িকার চুড়ি ভাংছে - ভিলেন নায়িকাকে ধর্ষন করছে
> রিক্সা বা গাড়ির চাকা ঘোরা - রিক্সা বা গাড়ি এক্ষুনি একসিডেন্ট করল
> কচ কচ করে দড়জা খোলা এবং বিদ্যুত চমকানোর আলো এবং শব্দ হবে কিন্তু বৃষ্টি হবেনা - ভুতের বাড়ি
> ফ্যানের সাথে শাড়ি ঝুলতে থাকা - আত্মহত্যা করে মারা গেল
> মাটির কলশি ভেংগে যাওয়া - কোন খারাপ ঘটনা ঘটেছে
> সাপ পালিয়ে যাওয়া - কাউকে দংশন করেছে
> খাটিয়া দেখানো - কেউ মারা গেছে
> জংগল নরাচরা করা - নায়ক-নায়িকা ইয়ে করছে
> নায়ক দুপুর রোদে ফাইল নিয়ে ঘোরাঘুরি করছে - নায়ক চাকরি খুজছে
> বিভিন্ন অফিসে Vacancy খালি নাই দেখানো - নায়ক বেকার
> প্রচন্ড বৃষ্টিতে নায়ক-নায়িকা কোন ঘড়ে আশ্রয় নেয়া - নায়িকা কলংকিনি হয়েছে
> ঘড়িতে বার বার রাত ১২টা দেখানো - নায়ক-নায়িকার বাবা বিপদে পরেছে
> জনগনের মুষ্ঠিবদ্ধ হাত দেখানো - বিদ্রোহ
> নায়ক-নায়িকার হাত থেকে ঔষধের বোতল পরে ভেংগে যাওয়া - তাদের অসুস্থ বাবা অথবা মা মারা যাওয়া
> পুলিশ আসা - মারামারি শেষ হয়ে যাওয়া
> ভিলেন(বয়ষ্ক) নায়িকার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে - উদ্দেশ্য খারাপ
> ভিলেন, নায়িকাকে প্রেমের প্রস্তাব দেওয়া - নায়ক বা নায়িকার ভাই দ্বারা মার খাওয়া
> নায়ক, নায়িকাকে প্রেমের প্রস্তাব দেওয়া - নায়িকার সম্মতি
> ছবি ঝাপসা হয়ে আসা মানে অতীতের ঘটনা দেখানো হবে।
> নায়ক নায়িকাকে জড়িয়ে ধরা মানে নাচা গানা হবে। কাটপিস থাকারও সম্ভাবনা আছে
> নায়ক বা নায়িকা মাথায় আঘাত পেলে স্মৃতিশক্তি লোপ পাবে এবং সিনামার শেষে আবার মাথায় আঘাত পেলে স্মৃতিশক্তি ফিরে আসবে
> পরিবারের সবাই মিলে যখন সারি হয়ে দাড়িয়ে হাসি হাসি মুখে ছবি তুলবে - বুঝবেন সিনামা শেষ
> বিদায় অথবা সমাপ্ত দেখানো - সিনামা শেষ
নায়ক-নায়িকাদের নিয়ে আরও কতগুলি ব্যাপার আছে যাদেরকে সিনামাতেই দেখলেই বুঝতে পারি সিনামাতে কি হবে
@ প্রথম দিকের সিনামায় ওয়াসিম নায়ক জসিম ভিলেন
@ শাবানা থাকলেই কান্নাকাটির একটা ব্যাপার আছে
@ রুবেল থাকলেই ফাইটিং সিনামা
@ আনোয়ার হোসেন থাকলে হার্টএটাক হবে
@ মোস্তফা সবসময় বড়লোক এবং ভিলেন
@ রওশন জামিল সবসময় কুটনি বুড়ি
@ জাম্বু সবসময় ভিলেন
@ চৌধুরী সবসময় বড়লোক এবং ভিলেন
@ ছবির শেষ পর্যায়ে নায়ক এবং ভিলেনের গুলি শেষ হয়ে যায় এবং খালি হাতে ফাইটিং হয়
@ নায়িকার পোষাক বা শরীর দেখে বিভ্রান্ত হওয়া যাবেনা, নায়িকা ফকিরনি না বড়লোক
@ নায়ক বা নায়িকাদের ছোটবেলায় একটি পারিবারিক গান থাকে, যদি তারা হারায়ে যায় তাহলে বড় হয়ে ঐ গান গেয়ে মিলিত হয়
@ নায়ক বা নায়িকার বাবা-মা যদি অসুস্থ থাকে তাহলে তারা সবসময় কাঁচের বোতলে করে ঔষধ আনবে এবং আনার সময় বোতল ভেংগে যাবে
@ নায়ক বালুর মধ্যে হাটলেও জুতার ঠক-ঠক শব্দ হবে
@ নায়িকা বনে, বাদারে, ঝোপ, ঝাড়ে, আকাশ, পাতালে যেখানেই থাক না কেন, কান্না কাটির ব্যাপারটা ঘটবে কিন্তু বাসার বিছানার গিয়ে
@ কেউ কোন দুঃসংবাদ শুনলে, শোনার পর দুই কানে হাত দিয়ে চিৎকার দিয়ে না............... বলবে
@ ভিলেন নায়িকাকে ধর্ষন করতে উদ্দত হলে নায়িকা বলে আমার শরীর পাবি কিন্তু মন পাবিনা