আমি ভদ্রদের ঘৃণা করি-
ওরা হতে পারে সকল শ্রেনীর সকল পেশার,
ওরা অগ্রজ দেখে হাতের সিগারেট ফেলে দেয়,
তারপর অশ্লীল গালিতে ৫ টাকা আর ৮ টাকার জিদ প্রকাশ করে .
আমি সুশীল নামক হারামজাদাদের দূরে গিয়ে মরতে বলি
সারাদিন যারা সুবিধাভোগী অধিকারের অপ্রতুল বানী শোনায়
রাত গভীর হলেই বসে যায় জুয়া নিয়ে, আর মত্ত হয় সুরায়
আমি ঘৃণা করি, না বুঝে মানুষ মারার ক্রোধ কে,
আমি ঘৃণা করি জীবন উপভোগের কুতসিত বোধ কে,
আমি ঘৃণা করি টাকার ক্ষমতাকে-
যে ক্ষমতা পুজিঁ করে অন্তহীন বড় হবার স্বপ্নকে..
জীবন যেন আজ ডাষ্টবিনের পচা ময়লা থেকে সযত্নে বাঁচিয়ে রাখা একদলা বোধ,
যেখানে গরীবের দারিদ্র্যতা হয়ে যায় ধনীর পুঁজি, সরল ধার্মিকতা হয়ে যায় ভন্ডের পুঁজি,
নাস্তিকতা হয়ে যায় কিছু সুশীলের পুঁজি,
আজ আমাকে কিছুই বিস্মৃত করে না কারণ পুরো পৃথিবীটাই যে হারামজাদাময়
এইখান থেকে কপি করা Click This Link