"who will be president of America?
""""""""""""""""""""""""""""""""""
আমেরিকার প্রেসিডেন্ট কিডা হবি
এ নিয়ে আমাগো ঘুম হারাম।
অথচ, বাংলাদেশে কি আদৌ
কোন প্রেসিডেন্ট আছে কিনা?
থাকলে উনি কে? উনার নাম কি?
কবে তিনি ক্ষমতা গ্রহন করেছেন?
কিভাবে করেছেন??
অনেকে বলতেই পারবে না।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে
রিকশা চালক বা চা দোকানদার মামা
যে কিনা ঠিকভাবে "ডেমোক্রেটিক পার্টির "
নাম ও উচ্চারন করতে পারেন না।
ডোনাল্ড ট্রাম্পকে কখনো #ড্রাম,
কখনো #ট্রাম বলে সম্বোধন করে
তারও উৎকন্ঠা এবং উদ্বেগের কমতি নেই।
কে হতে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট??
নিজ এলাকার মেম্বার, চেয়্যারম্যান,
এমপি,মন্ত্রী কিংবা সরকার পরিবর্তনেও যখন
আপামর জনসাধারনের ভাগ্যের পরিবর্তন হয়না।
সেখানে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তনে
কি আশা করেন মকবুল ভাই??
ব্যাপারটা অনেকটা.....
"পৌষের কনকনে শীতের রাতে
বরফ শীতল পুকুরের পানিতে দাঁড়িয়ে
সুদুরের চৌধুরী বাড়ির গেইটে জ্বলা
ইলেকট্রিক বাতি দেখে,
নিজেকে উষ্ঞ্চ করার ব্যার্থ চেষ্টার মত।
ঘরের মানুষ মরে যাচ্ছে।
বাড়িঘর হারিয়ে পথে পথে ঘুরছে।
ধর্ষিতা হওয়া পাঁচ বছরের
ছোট্ট মেয়েটা "মা, পাশের বাড়ির আংকেল
আমাকে ব্যাথা দিয়েছে" বলে
যন্ত্রনায় কাতরাচ্ছে।
আর আপনি চেয়ে আছেন
চৌধুরী বাড়ির হারিকেনের দিকে।
ব্যাপারটা হেব্বী মজাদার,
গুলিস্তানের কাউয়া বিরানীর মত।
আমিও ভাবছিলাম
একখান পোস্টার বানামু।
কিন্তু সময়ের অভাবে আর হয়ে উঠেনি।
তাই গাজীপুরেরই এক কৃতি সন্তান
অজ্ঞাত, অখ্যাত এই ভাইয়ের ফটুখানা
ইন্টারনেটের বদৌলতে হাসিল করিয়া
বিশ্বস্বার্থে আমার ওয়ালে টানাইলাম।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৮