""""""""""""""""""""""""""""""
ঘনঘন লোডশেডিং,
উফফ কি অসহ্য গরম মশাই,
বিদ্যুৎকেন্দ্র এবার
চাই ই চাই।
.
কি বললেন ???
সুন্দরবন ধ্বংস হবে??
হোক না, তাতে ক্ষতি কি??
সুন্দরবনে কি বাঘের খামার করে
বিদেশে রপ্তানী করবো নাকি??
তাহলে সুন্দরবন দিয়ে কি হবে মশাই??
বিদ্যুৎকেন্দ্র আমার চাই ই চাই।
.
আবার মায়া হরিণের কথা বলছেন. .
কি হবে ঐ হরিণ দিয়ে শুনি??
শুনেছি সুন্দরবনের হরিণ নাকি
খেতে অনেক মজা। দারুন টেস্ট।
আজ পর্যন্ত একটা হরিণ ও
খেতে পারিনি।
তাহলে কি হবে এই
মরার সুন্দরবন দিয়ে মশাই??
বিদ্যুৎকেন্দ্র আমার চাই ই চাই।।
.
বিরল প্রজাতির প্রাণীরা হারিয়ে যাবে..!!!
হুমম... তাতে কি???
ওদের পূর্বপুরুষরা
সেই কবেই মরে গেছে,
ওরাই বা বেঁচে থেকে
করবে টা আর কি??
জবাব দিচ্ছেন না ক্যান মশাই??
বিদ্যুৎকেন্দ্র আমার চাই ই চাই।
.
এই যে...
এবার কুমিরের কথা বলছেন।
আপনি তো দেখছি
একেবারে কান্ডজ্ঞানহীন লোক মশাই।
আরে এ পর্যন্ত কত লোককে
কুমিরে খেয়েছে, আপনি জানেন??
তাহলে কুমির দিয়ে কি করবেন আপনি?
এটা কি খাওয়ার জিনিস নাকি !!
তাইলে কি হবে এগুলো দিয়ে মশাই,
কিন্তু বিদ্যুৎকেন্দ্র আমার চাই ই চাই।
.
কি বললেন.... সপ্তাশ্চার্য??
কি যা তা বলছেন,
ওটা একসময় ছিল,
এখন আর নেই. ..
আর কত আশ্চর্য মাটির নিচে পড়ে
বালি খায়.. কি লাভ এসব ভেবে?
ওসব আষাঢ়ে ভাবনা
শোকেসে তুলে রাখেন মশাই,
বিদ্যুৎকেন্দ্র আমার চাই ই চাই।
.
কি বললেন,
শুনতে পাচ্ছি না ঠিক।
অ্যাঁ... কি... অন্যদেশকেও বিদ্যুৎ দিবে?
তো দিক না.. আপনার কি ক্ষতি??
আমাদের যখন হয়ে যাবে,
তখন আমরা ওদের দিকে ঘুরিয়ে দিবো।
তাতে কি হয়েছে মশাই,
কিন্তু বিদ্যুৎ আমার চাই ই চাই।।
.
এই যে....
আবার আরেক গান শুরু করলেন,
বঙ্গোপসাগর থেকে উঠে আসা
জলোচ্ছাস, ঘুর্ণিঝড়, সাইক্লোন
সুন্দরবন ই ঠেকায়??
কি যা তা বলছেন মশাই...
সুন্দরবন না থাকলে তখন
অন্য কেউ ঠেকাবে।।
আর সবসময় ঐসব প্রাকৃতিক আপদ
ঐদিক দিয়েই আসবে নাকি মশাই??
বিদ্যুৎকেন্দ্র আমার চাই ই চাই।
.
আরে কার দুর্ভোগের কথা বলছেন?
আজব লোক তো আপনি।
আরে মশাই আপনি তো শহরে থাকেন।
আমিও... আমাদের ওসব ভাবলে চলবে?
ফ্রিজে ঠান্ডা পানি না পেলে,
বাসার এসি না চললে
কি পরিমাণ কষ্ট হয়,
আপনি বুঝেন না মশাই?
বিদ্যুৎকেন্দ্র আমার চাই ই চাই।
.
শুনতে পাচ্ছি না, জোরে বলুন, ..
কি..?? জনগন.... পশুপাখি....
পরিবেশের ভারসাম্য...
কিসব আবোলতাবোল বকছেন !?
ধুর... আপনার সাথে কথা বলাই
আমার ঘা হয়েছে মশাই,
থাকেন তো আপনি
আমি এখন যাই।।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৮