আমার ভাল্লাগে না
তবুও ভাব ধরি,
মন টানে না
তবু তোর হাত ধরি।
.
আমার ভাল্লাগে না
তবু ও ভান করি,
অমাবশ্যাতেও
জোৎস্নায় স্নান করি।
.
আমার ভাল্লাগে না
তবু তোর পিছু যাই,
দেহই চলে
মন বলে যাচ্ছেতাই।
.
আমার ভাল্লাগে না
তোর ভরা জাওয়ানী,
মাংস আর চামড়ায় ঘেরা
কামনার ফুলদানি।
.
আমার ভাল্লাগে না
তোর ঐ রঙমহল,
আমার কুঁড়েঘরেই
রোজ নামে সুখের ঢল।
.
আমার ভাল্লাগে না
তোর সাজানো ফুলবাগান,
যেখানে ....
ভয়ে পালায় সুরের পাখি
গলা ছেড়ে গায়না গান।
.
আমার ভাল্লাগে না
তোর সোনার তরী,
মন কেড়ে নেয়
ডোবার ঐ পানকৌড়ি।
.
আমার ভাল্লাগে না
তোর মনগড়া সংবিধান,
যেখানে...
রক্তে লাল হয় শ্বেতপায়রা
নির্বিচারে হারায় প্রান।
.
আমার ইচ্ছে করে স্বপ্ন দেখতে
ভাবতে এমন কিছু,
আমি হাঁটবো তোর পাশাপাশি
নয়কো পিছুপিছু।
.
ভালবাসায় রঙ্গীন হবে......
চুনখসা বা শেওলা জমা দেয়াল,
সবুজের বুকে আভা ছড়াবে
কৃষ্ণচূড়ার লাল।
.
সুরের পাখিরা গাইবে গান
মনমাতানো সুরে,
স্বর্গ নামবে আমার রাজ্যে
শ্বেতপায়রায় চড়ে।
.
-মাইনুল খান।
(১৫ ই মে-২০১৬ ইং)
.
[অনেকের কাছেই কথাগুলো
অর্থহীন বা এলোমেলো মনে হতে পারে।
তবে আমি বলছি, আমি যা উদ্দেশ্য করে
লিখেছি, কেউ যদি সেটা বুঝতে পারে,
তাহলেই কেবল অর্থপূর্ণ মনে হবে।
শুভকামনা, শুভমতির জন্য,
সবার জ্ঞানের পরিধি প্রসারিত হোক। ]
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:১৭