কাজের বুয়ারা বসে কী ভাবে?
বউদের মতো মর্যাদা কে পাবে?
ভাবল তারা একদিন রাতে,
সাজিয়ে গুছিয়ে করল সব রেটে।
বলল তারা, “আমরাও তো রাণী,
ঘরের কাজ আমরাই করি জানি।
বউরা শুধু বসে টিভির সামনে,
আমরা তো সব সামলাই হাতে হাতে।”
ভাত রান্না, কাপড় ধোয়া,
সকাল থেকে রাত অবধি কাজ করা।
বউরা বসে ফেসপ্যাকে মগ্ন,
আর আমরা? কাজ করে ক্লান্ত হই নিরন্তর।
তাহলে কেন বউদের সব সম্মান?
আমরাও চাই রাজকীয় পান।
মিটিং বসেছে, সিদ্ধান্ত হল,
আন্দোলন হবে, রাস্তায় দোলা।
স্লোগান উঠবে, “বউদের সমান মর্যাদা চাই!”
“আমরাও তো কম কষ্ট করি নাই!”
বউরা শুনে পড়ল টেনশনে,
কী হবে যদি বুয়া নেয় মনোনয়ন!
তাই সব মিলে, আপস হল শেষে,
বুয়ারা পেল একদিন ছুটি বেশে।
বউরা ভেবে বলল হাসতে হাসতে,
“কাজের বুয়াদেরও রাজা হয়ে উঠতে হবে একদিন, আস্তে আস্তে!”
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৬