হে আল্লাহ, এরকম র'ক্তা'ক্ত জুলাই আর যেন না আসে,
তোমার প্রার্থনায় আজ আমাদের প্রার্থনা একটাই ভাসে।
দেশজুড়ে ছাত্রের আওয়াজ, তাদের দাবি সত্যি আর ন্যায়,
তবু কেন নিপীড়িত, কেন হয় তারা নির্মম প্রয়াসে ক্ষয়।
রক্ত ঝরে রাস্তায়, যেন বর্ষার বন্যা,
তবুও থামে না তাদের সাহসী কণ্ঠ, থামে না তাদের গর্জনা।
স্বপ্ন দেখে তারা, এক নতুন ভোরের,
যেখানে নেই কোনো নিপীড়ন, নেই অত্যাচারের শোর।
জাগ্রত জনতা, তোমার সাথে আজো,
একসাথে লড়ে যাবো, যতই আসুক বাধা, যতই হোক যন্ত্রণা।
তুমি দাও শক্তি, আমাদের হৃদয়ে সাহস,
তোমার ন্যায় প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের আকাশে প্রার্থনা।
শিক্ষার আলো, তারাই তো পেতে চায়,
তাদের পথের কাঁটা সরিয়ে, দাও তুমি পথের দিশা।
র'ক্তে লেখা জুলাই আর যেন না আসে,
এই প্রার্থনায় তোমার কাছে মাথা নত করি, হে আল্লাহ, শোনো আমাদের আশা।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:১১