যুদ্ধটা ছিলো ন্যায়ের, নীরব স্বরে ছিলো ক্রন্দন,
আবু সাঈদ হলো সে নাম, সংগ্রামের প্রখর বন্ধন।
তার রক্তে লেখা ইতিহাস, রাজপথে বয়ে চলা নদী,
স্বপ্নগুলো যে নিভে গেলো, তবু আন্দোলন রইলো সদা।
বাতাসে ভাসছে তার নামে, শহীদের রক্তিম বারতা,
কোটা সংস্কারের দাবিতে, ছিলো তার অন্তরের আরাধনা।
নির্যাতনে বিদ্ধ হলো সে, নীরব হলো জীবনগান,
তবু জ্বলছে প্রতিবাদের প্রদীপ, সাঈদের নামে উজ্জ্বল পান।
আলো আসবে, আসবেই একদিন, ইতিহাসে লিখিত নাম,
সাঈদ তুমি শহীদ হলে, তবু আমরা হারবো না।
তোমার স্বপ্নে গড়বো নতুন ভোর, সত্যি হবে তোমার আশা,
কোটা সংস্কার, অধিকার ফিরে পাবে, সোনার বাংলার ভাষা।
আজও তোমার কণ্ঠস্বর, প্রতিবাদে গর্জে ওঠে,
তোমার ত্যাগে আলো পায়, প্রতিটি নিপীড়িত হৃদয়ে।
আবু সাঈদ, তোমার রক্তে, প্রতিবাদের অগ্নিশিখা,
জ্বলবে চিরকাল, বাংলার মাটিতে, থাকবে তোমার মহিমা।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৯