তোমার চিবুকে ওই রহস্যমায়া, আমার আঙুল ছোবে
কালিমা ছোবে না।
ভাঙাহাঁটে নির্জনতা কী গভীর শূন্যতা মোড়া
যেমন নক্ষত্র দূরে নিবেদিত হাজার বছর—
জ্বলে জ্বলে আগুন আর জীবনের রেখা
সেটুকু দীর্ঘপথ, তোমার অভিন্ন রঙে শেখা।
পুড়েছ যেটুকু তুমি, ততোধিক আমি কি পুড়িনি?
আমার সন্ধ্যাবেলা তুমিও কি ছিলে না সুলেখা?
তোমার রহস্যহাসি, তোমার নির্জন-সাক্ষর--
আমার শতাব্দি লেখা কবিতার উজ্জ্বল মলাট
যেটুকু বিস্ময় মোড়া– বৃক্ষের শাখাপত্র, গান
তোমার দিগন্তচোখ... মৌন-মুখরতা...
বার বার পোড়া ছাই উড়িয়েছি, জানলায় তবুও রক্তিম
টুকরো আলোর রেণু, তোমার মুখর-স্বর রহস্য বারতা...
তোমার চোখের ওই স্ফুলিঙ্গ, আমার আঙুল ছোবে
কালিমা ছোবে না।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪