..................................................................
উঠে দাঁড়াবার দিন, ছুঁটে দাঁড়াবার দিন
নোখে বিদ্যুৎ আগুন লেখার দিন
ঝুঁকে দাঁড়াবার, রুখে দাঁড়াবার দিন।
নিযুত হাতের তারায় ভাগ্য নেই, কপালে যে লিখে
সে লেখার দিন শেষ। টলমলে পা’য়ে দৃঢ় সম্মুখরেখা
চোখে সীমাহীন থাকুক অর্বাচিন।
যৌথ হাতের ঘামে বিরচিত মাঠ
লক্ষ চোখের দৃষ্টিমুখর গান
পদক্ষেপে নির্মিত ইমারত, পবিত্রঘামে পৃথিবীর যজ্ঞস্নান।
যারা লিখেছে রক্তে এ সভ্যতা
ঘরে ঘরে যারা বিবৃত বিন্যাস
জলে মেঘে রোদে যাদের ঈশ্বর বলি- গণমানুষের তারাই তো ইতিহাস!
লেখা ইতিহাস বিভক্তি আর ঘুণ
নতুন কলমে মহাগ্রন্থ রঙিন
সাতরঙে আঁকা আনন্দরক্তিম- উঠে দাঁড়াবার দিন!
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৫৬