somewhere in... blog

গণভবন ছিনিয়ে নেওয়া আর বাঙালীর দায়বদ্ধতা !

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণভবনের মুরগী/মাছ/চেয়ার... নিয়ে গেলে আপনার আপত্তি হচ্ছে কেনো ?

আপনার জানা উচিত, ওই মাছও আওয়ামীলীগের অপকর্মের সঙ্গী ছিল, ওই চেয়ারটাও আওয়ামীলীগের অপকর্মের সাক্ষী, ওই মুরগীটাও তিনবেলা হাসিনার নাম জপ করতো ! ওদের আর ওখানে থাকার কোনো অধিকার নাই !

তাই ওগুলার উপরে মানুষের ভৎসনাই প্রকাশ পেয়েছে, যারা নিয়ে গেছে, তারা মূলত আওয়ামী বিদ্বেষের জন্যই নিয়ে গেছে ! এইরকম দিন শ্রীলঙ্কারও এসেছিলো, লোকজন রাজাপাকসের বাড়ির সুইমিংপুলে গোসল করেছিলো !
কেনো করেছিলো?
ওদের বাড়িতে গোসলের জায়গা নেই তাই?

না !

মানুষ গণভবনে গিয়ে যা করেছে, ওটা আক্ষেপের জায়গা থেকেই করেছে, আর যদি বাঙালী জাতিসত্বার কথা বলেন, তাহলে টপ টু বটম আমরা সবাই সুযোগের অপেক্ষায় থাকা সুযোগসন্ধানী, সুতরাং ওই আলাপ বাদ !

তাই যারা শাড়ীগুলা পান নি বলে হা হুতাশ করছেন, তারা নিজেদেরকে দূর্ভাগাই বলতে পারেন, আমারও ইচ্ছা ছিল একটা শাড়ী নেওয়ার, নিতে পারি নাই বলে আমার আক্ষেপ আজীবনই থাকবে, গণভবনের সুইমিংপুলে গোসল করতে না পারার আক্ষেপও থাকবে, বিজয় উদযাপন করে প্রচন্ড ক্লান্ত, ঘেমেছিও অনেক, তবুও গণভবনের সুইমিংপুলে গোসল করতে না পারার কাফফারা স্বরূপ আজকে আমি গোসলই করবো না ! যারা কিছু একটা হলেও রাণীর খাসমহল থেকে আনতে পেরেছেন, তারা ভাগ্যবান মানুষ ৷ আপনাদের প্রতি সংগ্রামী ভালোবাসা !

২।

রাষ্ট্রের স্ট্রাকচারাল জিনিস নিয়ে আপনাদের এতো খারাপ লাগছে কেনো ?

বিজয় উদযাপন করতে গিয়ে দেখলাম, মিরপুর মডেল থানা দাউদাউ করে জ্বলছে, সম্ভবত এক টাকার জিনিসও ওখানে আর অবশিষ্ট নাই, পুড়ে শেষ ! কিন্তু আগুনের ওই লেলিহান শিখায় জনতার আক্ষেপ পুড়েছে, গত এক যুগের বেশী সময় ধরে অন্যায় অবিচারের মধ্যে থাকা জনতার কষ্ট পুড়েছে, মিরপুর মডেল থানার ভিতরে থাকা এমুনেশনগুলা যখন গগনবিদারী আওয়াজ করে একের পর একটা বাস্ট করছিলো, তখনকার এই গগনবিদারী শব্দগুলা যেনো গত এক যুগ ধরে আমাদের কন্ঠরোধ করার আর্তনাদ! আর সেই আর্তনাদের বলি হয়েছে মিরপুর মডেল থানা !

ওটা রিপ্লেস করতে তো আমাদের একমাসও লাগবে না ! কিন্তু এক যুগ ধরে বয়ে বেড়ানো আর্তনাদের না বলা চিৎকারগুলো যে আজকে কবর দিলাম, তার মূল্য ওই মডেল থানা জ্বলার চেয়েও ঢের বেশী! ঢের !

৩।

বিজয়ের পর কিছু পুলিশ যখন রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলো তখন হাজারো জনতার ভুয়া ভুয়া চিৎকার শুনে আপনার তো খারাপ লাগার কথা না, এতোকাল ধরে যে অনিরাপদ বাংলাদেশ তৈরী করেছে এইসব পুলিশেরা, যারা এতোকাল অন্যায়কে ন্যয় বানিয়েছে, ন্যয়কে অন্যায়, তারা ভুয়া ছাড়া আর কি? জনতার এই ভুয়া চিৎকার কি তাদের জন্যে খুব বেশী বলে আপনি মনে করেন?
একদমই না !

এইসব স্ট্রাকচারাল জিনিসপত্র নিয়ে আপনারা প্লিজ হাহুতাশ করিয়েন না, গণভবনে যত জিনিসপত্র জনতা নিয়ে আসছে, টাকার হিসাবে তা কতো হবে জানি না, কিন্তু সেটা জাস্ট রাণীর পিয়নের অবৈধ ইনকাম দিয়েই রিপ্লেসেবল, বরং আরো উতবৃত্তই থাকবে রাষ্ট্রের, বেনজীর-আজিজ-মতিউরেরটা বাদই দিলাম কিন্তু আমার ভার্সিটির ছোটভাই ইরফানকে কি দিয়ে রিপ্লেস করবেন ?

আবু সাইদের বুকে যে পুলিশটা গুলি চালালো আবার তাকে বহাল তবিয়তে রাখার জন্যে নামেমাত্র বরখাস্তের অভিনয় করলো যে আওয়ামী ভগবান, আমরা তো তার তৈরী করা এই ব্যবস্থা থেকে মুক্তি চেয়েছিলাম, আশা করতে চাই হয়তো মুক্তি পেলামও ! কিন্তু আবু সাইদকে মুক্তি দিয়ে আমাদের কাছে ফেরত পাঠাতে পারবেন?

না পারলে গণভবনে জাস্ট দুইচারটাকার ক্ষতি হলো বলে এতো কষ্ট নিয়েন না, পরবর্তীতে যিনি ওই ঘরের দাবিদার হবেন, তিনি যদি সেটাকে *আমার গণভবনের দরজা খোলা* বলে দাবি না করেন, তাহলে আবার আমাদের টাকা দিয়েই আমরা সেটা পূরন করে দিবো ! তাকে চেয়ার কিনে দেবো, মহিলা হলে জামদানী শাড়ী দিয়ে আবার ভরিয়ে দিবো কিন্তু আরেকটা ওবায়দুল কাদের হতে চাইলে হাতে চুরিয়ে পরিয়ে দিবো !

এই নব্য জন্ম নেওয়া রাষ্ট্রের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা যা রিপ্লেস করতে পারবেন না, সেখানে আঘাত করিয়েন না ! কাওকে হাসিনা হতে দিয়েন না, এমনকি হাসিনা হয়ে ওঠার সিঁড়িও হইয়েন না! কাওকে বেনজীর হতে দিয়েন না ! আবু সাইদকে ওপারে পাঠিয়ে মেট্রো ধরে কান্নাকাটি করিয়েন না ! এতো বড় অভিনেত্রী সাজলে, আপনার জন্যেও গণভবনের পেছনের দরজা খুলে যাবে !৫২-৫৬-৬৬-৬৯-৭১-৮৯-সর্বোপরি genZচব্বিশ ইতিহাসটা মাথায় নিয়ে ওই চেয়ারে বসিয়েন !

এই ছোট্ট বদ্বীপটায় আমরা আর একটাও আবু সাইদ হারাতে চাই না, একটাও ইরফানকে হারাতে চাই না ! আপনি ভালো কাজ করলে, জনতা আপনাকে মাথায় তুলে রাখবে, নইলে সামনের দরজা আলোচনার জন্যে খুলে রেখে পেছনের দরজা দিয়ে পালাতে হবে, এমন কিছু করিয়েন না !

আসেন, দেশটাকে গড়ি !

কাজটা অসম্ভব কিছু না, কঠিন হলেও অন্তত এই চাওয়াটাকেও বাঙালীর *আকাশকুসুম কল্পনা* বলে উড়িয়ে দিয়েন না ! আওয়ামী ভগবান তো নয়ই, বাঙালীর মাথার উপরে পা রেখে গণভবনের চেয়ারে বসে নিজেকে ভগবান ভাবিয়েন না ! ভাবলে আজকের দিনেরই পুনরাবৃত্তি ঘটবে, কোনো সন্দেহ নাই !

বিজয়ের শুভেচ্ছা নিও কমরেডস ! লাল সালাম ! অন্যায়ের বিরুদ্ধে আমাদের আপোষহীন সংগ্রাম দীর্ঘজীবি হোক !
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন: প্রতারকদের ভীড়ে বাধাগ্রস্ত হচ্ছে প্রকৃত ভুক্তভোগীদের সহায়তা কার্যক্রম !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৪


জুলাই গণ-অভ্যুত্থানে আহত হওয়ার ভুয়া দাবি করে সহায়তার টাকা নিতে গিয়ে ফাঁস হয়েছেন মামি-ভাগনে ফারহানা ইসলাম ও মহিউদ্দিন সরকার। তাঁদের জমা দেওয়া এক্স-রে রিপোর্ট যাচাই করে দেখা যায়, দুটো... ...বাকিটুকু পড়ুন

সামনে বিপুল, বিশাল চ্যালেঞ্জঃ মোকাবেলায় কতটুকু সক্ষম বিএনপি?

লিখেছেন শেহজাদ আমান, ১৩ ই মার্চ, ২০২৫ রাত ৮:৪৯



১. ভুল রাজনৈতিক বিশ্লেষণ, দূরদর্শিতার অভাব

বিএনপি বাংলাদেরশের বৃহত্তম রাজনৈতিক দল। লোকবল ও জনপ্রিয়তায় তাঁর ধারেকাছেও নেই অন্যকোনো রাজনৈতিক দল। মধ্যপন্থী গণতান্ত্রিক ধারায় আছে বলেই বাংলাদেশের মধপন্থী ও উদারপন্থী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ বিশ্বাস

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই মার্চ, ২০২৫ রাত ৯:০৮




সূরাঃ ৫৭ হাদীদ, ৩ নং আয়াতের অনুবাদ-
৩।তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন এবং তিনি সব কিছু জানেন।

সূরাঃ ১১২ ইখলাস, ১ নং আয়াতের অনুবাদ-
১।... ...বাকিটুকু পড়ুন

চিঠি।

লিখেছেন নাহল তরকারি, ১৩ ই মার্চ, ২০২৫ রাত ৯:৩০



চিঠি: এক হারিয়ে যাওয়া অনুভূতির নাম

চিঠি—শুধু একটুকরো কাগজ নয়, এটি আবেগের স্পর্শ, অপেক্ষার মধুরতা, ভালোবাসার নিঃশব্দ উচ্চারণ। এক সময় মানুষের ভাব বিনিময়ের প্রধান মাধ্যম ছিল এই চিঠি। স্বামী লিখতেন... ...বাকিটুকু পড়ুন

ক্ষমা করবেন আরেফিন সিদ্দিক স্যার..

লিখেছেন ...নিপুণ কথন..., ১৪ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৩৭


আরেফিন সিদ্দিক স্যারের লাশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিচ্ছে না। ক্যাম্পাসের সাথেই সংযুক্ত হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে লাশ রাখা। শহীদ মিনারেও শেষ শ্রদ্ধা জানাতে দেবে না, ঢাবির কেন্দ্রীয় মসজিদে হবে না... ...বাকিটুকু পড়ুন

×