হয়তো আসবে কোনদিন
কাংখিত এক জীবন
নয়তো হবে শেষ অপূর্ণতায়
তবু চেয়ে থাকি অলৌকিকতার ইলিউশনে।
শৃঙ্খলিত চেতনা স্নান করবে মুক্তির অবগাহনে
বক্ষ প্রসারিত হবে জিঞ্জির ভেদ করে
কৃতজ্ঞতায় ভেসে যাবে অপ্রাপ্তি
আর অস্তিত্ব, সংকীর্ণতার যত বিশাদ।
চেয়ে থাকি অপার বিস্ময়ে
চেয়ে থাকি কংক্রিটের দেয়াল ভেদ করে
অপেক্ষা করে থাকি অনিশ্বেষ
কোন এক বিমুগ্ধ ইলিউশনে।
জন্ম নেয় কিছু হতাশার পংক্তিমালা
জন্ম নেয় কিছু জন্ম জন্মান্তরের নেতিবাচকতা
জন্ম নেয় কিছু অর্থহীন উপাক্ষান;
হয়তো ফুরোবে কোনদিন এই অপেক্ষা।