িডবাস্বপ্ন নামক ব্লগার গতকাল 'যেখানে শুধু রেগিং আর বিকৃত যৌন উন্মাদনা !! সভ্য সামাজের কলঙ্ক !!! আমাদের স্বপ্নের জাবি ক্যাম্পাস !!! (১-৫)' নামক পোষ্টটিতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে মিথ্যাচার করে মানুষজনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছে। একজন জাবি'র প্রাক্তন ছাত্র হিসেবে ঐ পোষ্টটা দেখে আমি রীতিমত অবাক এবং মডারেটরদের উপর বিরক্তও কেননা এমন আষাঢ়ে গল্প ফেঁদে আমাদের প্রিয় ক্যাম্পাসের নামে কলঙ্ক চাপানোর অধিকার তার নাই।
সে নিজেকে জাবি'র প্রাক্তন ছাত্র দাবি করে বেশ কিছু ভুল তথ্য দিয়েছে যা একজন প্রকৃত ছাত্র হলে করতোনা। তাছাড়া আমি ঐ পোষ্টে কমেন্ট পোষ্ট করেছিলাম তার ভুল ধরে কিন্তু সে কমেন্ট প্রকাশ করেনি উপরন্ত আমাকে ব্লক করেছে।
তাই আমি সামুর ব্লগারদের কাছে ঐ নির্লজ্জ, কপট, ভণ্ড এবং শিবির সংশ্লিষ্ট সেই ব্লগারকে চিনে রাখতে এবং সামুর মডারেটরদের কাছে এই ব্লগারকে অবিলম্বে ব্যান জানানোর দাবি জানাচ্ছি।
*** ঐ ব্লগারের পোষ্টে করা আমার মন্তব্য এখানে তুলে ধরছি যা ঐ ব্লগার প্রকাশ করতে ভয় পেয়েছে এবং আমাকে ব্লক করে দিয়েছে।
--------------------
দেখুন আমিও জাবির একজন প্রাক্তন ছাত্র ছিলাম। কিন্তু আপনি যেভাবে রংচং মাখিয়ে তিলকে তাল করে ফেললেন তাতে আমি পুরোপুরি স্তম্ভিত!! আপনার লেখার মোটিভ আমি পরিষ্কার ভাবেই বুঝতে পারছি।
আমি জাবি'র ২০০০-২০০১ সেশনের এবং মীর মশাররফ হোসেন হল এর ছাত্রই ছিলাম। এবং আপনার জ্ঞাতার্থে আরও জানাচ্ছি আমি বাম ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন এর একজন সক্রিয় সদস্য ছিলাম।
আপনি আপনার পোষ্টের ১ম ও ২য় অংশে বিশ্ববিদ্যালয়ের র্যা গিং নিয়ে গল্প বললেন। গল্পই বলব কারন আপনি তিলকে পুরোমাত্রায় তাল বানালেন। জাবিতে র্যাংগিং হতোনা বা হয়না তা আমি কখনোই বলবোনা। আগেও হতো এবং এখনও হচ্ছে। কিন্তু কখনোই আপনার গল্পের মতন নয়।
আপনার পোষ্টের ৩য় অংশে আপনি বাম সংগঠনগুলোকে নিয়ে বললেন। কিন্তু আপনি বাম সংগঠন এ যুক্ত একজন সদস্যের পরিচয় দিয়ে বলুন সে মাদকসেবী? পারবেন না। কারন আপনার লেখা সম্পূর্নই উদ্দেশ্য প্রণোদিত। বাস্তবে তার প্রমান নাই। আপনি বললেন বামপন্থীরা ৩৫/৪০ জনে সীমাবদ্ধ এবং তারা কয়েক ভাগে বিভক্ত। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন জাবিতে বামপন্থীরা বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই শক্তিশালী ছিল এবং এখনও আছে। যদিও আগের চেয়ে শক্তি কিছুটা খর্ব হয়েছে।
৪র্থ অংশে আপনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন নিয়ে বললেন। কিন্তু আমি আমার বিশ্ববিদ্যালয় জীবন (২০০১-২০০৭) এ এমন কখনো দেখাতো দুরের কথা শুনিও নাই। আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাসে নিয়মিত ঢাকায় ফিরতাম।
৫ম অংশেও আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক ছিনতাই কিংবা ইভ টিজিং এর কথা বললেন। ছিনতাই হয় না কথাটা ঠিক না তবে তার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্ররা দায়ী আমি তা বিশ্বাস করিনা। ইভ টিজিং একবারেই হয়না তা না। তবে আপনার এই পোষ্টের আষাঢ়ে গল্পের মতন নয়।
পরিশেষে এটাই বলব যে আপনি সম্পূর্নই উদ্দেশ্য প্রণোদিত ভাবে জাবি'কে অভিযুক্ত করলেন। আবার বাম সংগঠনকেও মনের ঝাল মিটিয়ে দুষলেন! জাবি'তে শিবির নিষিদ্ধ অনেক বছর ধরেই। এর পেছনে বামদের ভূমিকা অগ্রণী। সুতরাং এতে আপনার জামাত সংশ্লিষ্টতাই প্রমান করে বলে আমার মনে হয়।
*** আপনি জাবি'র আদৌ কোন ছাত্র কিনা আমি সন্দিহান। কেননা আপনি যে মিঠুর কথা বললেন সে পদার্থ বিদ্যা নয় রসায়ন ২৭ এর ছাত্র (আমার জানামতে)।
----------------