প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দলবাজীর নগ্নতার বিপরীতে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ব্লগ।যার প্রমান সামহোয়ার থেকে শুরু করে আমার ব্লগ,সচলায়তন,প্রথম আলো ব্লগ...।নিরপেক্ষতা,মতামত তুলে ধরার অবাধ স্বাধীনতার কারণে অন্য ব্লগ সাইটগুলোর চাইতে সামহোয়ার আপন স্বকীয়তায় অন্যদের ছাড়িয়ে গেছে বহুদুর।বাংলা ব্লগ জগতে সামহোয়ার যে আলোড়ন তুলেছে তা অন্য নুতুন ব্লগগুলোর জন্য অনুফেরনা হিসেবে কাজ করে।যদিও নুতুন ব্লগগুলো পাঠক-লেখকদের লেখার স্বাধীনতা তেমন একটা দেয়না।সামহোয়ারে মডারেশন পদ্ধতি কঠিন করে চালু করার পর থেকে লেখকের লেখার স্বাধীনতা অনেক কমে গেছে।অভিযোগ উঠেছে সামহোয়ার দলীয় পক্ষপাতিত্বে জড়িয়ে পড়ছে।এত সব কিছুর মাঝে সামহোয়ার আমাদের যতটা স্বাধীনতা দিচ্ছে ততটুকুও বিতর্কিত হয়ে পড়ছে আমাদের কারণেই।মতের মিল না হলে গুটিকয়েক পাঠক কাম লেখকদের নগ্ন দলীয় মানসিকতা,মুক্তিযুদ্ধের সপক্ষ দাবী করে অন্যদের রাজাকার বলে প্রচার করা,আবার মুক্তিযুদ্ধ,মুক্তিযোদ্ধাদের অপমান করে পোস্ট দেওয়া,আধুনিক নাস্তিকতার নামে মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত করা,স্ব-ধর্মান্ধতায় অন্যে ধর্মের বিরুদ্ধে বিষেদাগার,মতের মিল না হলে অশ্লীর ভাষায় গালি দেওয়া,অন্যের নাম বিকৃত করে উচ্ছারন করা সব মিলিয়ে যে পরিবেশ সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত তাতে অনেক ভাল ভাল ব্লগার নীরবে চলে যাচ্ছে।কিছু জনপ্রিয় ব্লগার অন্যের পোস্টে গিয়ে যেভাবে গালাগালি করে তাতে আমার মত সাধরন ব্লগাররা লেখালেখির প্রতি আগ্রহ হারিয়ে ফেলি,অন্যের পোস্টে কমেন্ট করতে ভয় পায়।গতকাল একজন জনপ্রিয় ব্লগার আমার নিকটির যে ব্যাখ্যা দিয়েছে তাতে হতাশার চাদরে নিজেকে লুকিয়ে ফেলেছিলাম।
আচ্ছা আমরা কি পারিনা অন্যের ধর্ম,মতামতকে শ্রদ্ধা করতে?
আমরা কি পারিনা নগ্ন দলবাজি ছেড়ে অসহায় মানুষের কথা ভাবতে?
আমরা কি পারিনা অন্যায় ভাবে অন্যের মা-বোনকে গালাগালি করা থেকে বিরত থাকতে?
আসুন না অশ্লীলতা পরিহার করে ব্লগে সব বয়সীদের বিচরন করার সুযোগ করে দেয়।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২৪