হলুদ সাংবাদিকতার অনলাইন পথিকৃত বাংলানিউজে এখন একটা লেখা দেখলাম সামহোয়্যারইন ব্লগ নিয়ে। যেখানে অমি রহমান পিয়াল বাংলানিউজকে বলেন, ‘‘সামহোয়্যার ইন ব্লগে মুক্তিযুদ্ধবিরোধী এবং যুদ্ধাপরাধীদের পক্ষে কৌশলে কিছু পোস্ট ও মন্তব্য প্রমোট করা হয়। মুক্তিযুদ্ধবিরোধী এসব পোস্ট এখনও ব্লগটিতে সার্চ দিলে পাওয়া যায়।’’
তিনি বলেন, ‘‘তারা মাঝেমধ্যে মুক্তিযুদ্ধের পক্ষে লোকদেখানো কিছু পোস্ট স্টিকি (প্রথম পেজে স্থির রাখে) করে, যেমন শাহবাগ আন্দোলনের একটি পোস্ট তাদের হোমপেজে রয়েছে- যাতে তারা বুঝাতে পারে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের পোস্ট স্টিকি করছি। কিন্তু এ সাইট নিয়মিত পর্যবেক্ষণ করলে এর বিপরীত চিত্র বেরিয়ে আসবে।’’
ঐ রিপোর্টে আরো বলা হয় সামহোয়্যার ইন ব্লগে প্রোপাগান্ডা চালাচ্ছে জামায়াত-শিবিরচক্র। কর্তৃপক্ষের সুযোগ ও প্রশ্রয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ব্লগটির বিরুদ্ধে।
শুরু থেকে দেশবিরোধী, অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখা পরিবেশনের কারণে বিভিন্ন সময়ে বিতর্কের মুখে পড়েছে ব্লগ সাইটটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগের চলমান আন্দোলনেরও ‘কৌশলে’ বিরোধিতা চলছে বাংলাদেশের সবচেয়ে বড় এই ব্লগসাইটে।
সব মত-পথের লোক এ সাইটে লেখালেখি করলেও জামায়াত-শিবিরপন্থি ব্লগারদের তোষণের অভিযোগ উঠেছে ব্লগটির বিরুদ্ধে। দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়।
আমার ব্লগের পেইড এজেন্ট অমি পিয়াল-জেবতিকদের গাত্রদাহ নতুন কিছু। এটা আবারো প্রকাশ হলো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।