দুই চক্কের পানি হুগাই গেচে
অনাহারে আচি আইজ দিন তিনেক,
কয়ডা ভাত দেনারে সাব
কই হামলাইলি তরার বিবেক।
কত রঙিন স্বপ্ন তরার
কত্ত তামশায় সাজাস ঘর,
ইডের উপরে মাথা রাইক্কা
ঘুমাই আমারা জীবন ভর।
তবুও কোন নাই অবিযোগ
পেটটা খালি দিন তিনেক,
দে, দে, দেনারে কয়ডা ভাত
চা দিয়া ভিজায় খাইছস বিবেক?
আধ খাওয়া বিদাশি খাওন
ছুইড়া ফেলস ডাস্টবিনে,
ইকটু চাইয়া দেকনারে ধনী
ক্ষুৎপীড়িতের পেট খানে!!
চোক, কান, মুক সবি বন্ধ
ভাত দেহিনা আইজ তিনেক
পঁচা, গান্দা, যা আচে দে
পেটের ভিতর জির শতেক।
কত রাজা নামে উডে
কত্ত উন্নয়নের খেলা মেলা।
ইংরাজী কতা বুজিনা গরীব
ভাত, ভাত চাই হারবেলা।
নরম সাবানে আত দুয়াডা
খাইল্লা পেডেও আসির ঠেক
অত্ত কতার কাম কিরে ভাই
ভাত চাই, ক্ষুৎপীড়িতের দাবি এক।
কয়ডা ভাত দেনারে সাব
কই হামলাইলি তরার বিবেক।
কত রঙিন স্বপ্ন তরার
কত্ত তামশায় সাজাস ঘর,
ইডের উপরে মাথা রাইক্কা
ঘুমাই আমারা জীবন ভর।
তবুও কোন নাই অবিযোগ
পেটটা খালি দিন তিনেক,
দে, দে, দেনারে কয়ডা ভাত
চা দিয়া ভিজায় খাইছস বিবেক?
আধ খাওয়া বিদাশি খাওন
ছুইড়া ফেলস ডাস্টবিনে,
ইকটু চাইয়া দেকনারে ধনী
ক্ষুৎপীড়িতের পেট খানে!!
চোক, কান, মুক সবি বন্ধ
ভাত দেহিনা আইজ তিনেক
পঁচা, গান্দা, যা আচে দে
পেটের ভিতর জির শতেক।
কত রাজা নামে উডে
কত্ত উন্নয়নের খেলা মেলা।
ইংরাজী কতা বুজিনা গরীব
ভাত, ভাত চাই হারবেলা।
নরম সাবানে আত দুয়াডা
খাইল্লা পেডেও আসির ঠেক
অত্ত কতার কাম কিরে ভাই
ভাত চাই, ক্ষুৎপীড়িতের দাবি এক।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ দুপুর ১:৪৫