একটা উড়ে যাওয়া বিল বোর্ডে আমাদের সম্পর্ক লেগেছিল রোদ চাঁদ আলো হাওয়া
বৃষ্টির মতে।সুন্দর এক পাটি দাঁতের আজাবে বিষ যার বিষাক্ত ধারা ছুঁড়ে গেল
পিচকিরি পথে! বুলন্দ নীল ট্রাঙ্ক বগলের তলে জমা রাখে দানা দানা চিঠির
ফুল-
আমাদের সম্পর্ক রাতদিন এতটাই নিষিদ্ধ দিনরাত এতটাই ভুল।
কিছু প্রেম আমি জমিয়েছি কাটা চৌখুপি পাথারে
জলে যার দাগ মিশে আঙ্গুলে আঁধারে! কিছু প্রেম নিশীথের নীল রাত, জমা খরচের
দাগে অসহ্য ধারাপাত।কিছু প্রেম আমাদের মুখ চেয়ে ফুলের নেশা, দ্যুতিময়
আলোকের মৃত মহিমা ! কিছু প্রেম জমে গেছে হরিৎ হ্রেষা!
এ গভীর রাতে আমি প্রেম লিখি কবিতার হাত ধরে মসৃন মোমে
আমি লিখি রাতচিত প্রেম ততদিন দু হাতে সুগভীর উদ্যমে!
আমি প্রেম লিখে রাখি রাতের পাতায়...
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১২:২৫