...........
তবুও !
অতীত বর্তমান শুরু হোক আমাকে নিয়ে।
কখনো তোমার
কেউ ছিলনা কোথাও।
হাওয়া ছিলাম আমিই।
এখন রাত নামুক। তোমাকে কুয়াশা দেখাব। রাতের পাখিনী দেখাব।
কালো মাটি আর ছায়াচিত্র, মুখ বুজে যে জ্বলে--
আগুনমাছির আলো!
রাতের বেগুনী লজ্জাবতীর ফুল।ভীষন কামাতুরা!
তোমাকে দেখাব ছাপা অক্ষরে তারা
দু একটা তারার আকাশ!
কবিতা লেখাটা আমার ভাল লাগা। যখন আমার মন ভাল থাকেনা, অথবা যখন আমি সারাদিন খুব সুখে তখন ও কবিতার মত কিছু শব্দ আর ভাল লাগা আমাকে ধরে থাকে! ওদের হাত নরম আঙ্গুল খুব টের পাই। তারপর কিছু শব্দ কে এক সাথে জুড়ে দেবার পর যখন নাম দেবার ব্যাপার আসে তখন আমি আর পারিনা। মনে হয় ওদের কে আলাদা করা এত কঠিন! কোনো রকম একটা নাম দিতে পারলে তাই একজোট করে পাঠকের উপর অত্যাচারের মত এক সাথে দিয়ে দিই পোষ্ট।
এটি লেখার সময় আমি একটুও ভাবিনি এটা অন্যরকম একটা অনুভূতির জন্ম দেবে কোনোদিন। আজ যখন স্বদেশ হাসনাইন এ কবিতাটি আবৃত্তি করছে আমার মুগ্ধতার চেয়ে অবাক ভাবটায় কাজ করছে বেশী।এত চমৎকার আবৃত্তি বলার অপেক্ষা রাখেনা।
বারবার মনে হচ্ছে এটা সত্যিই আমার লেখা! আমি এত বেশী উচ্ছ্বসিত!
লেখাটার থিম খুব সাধারন। আমি তুমি টাইপ। আমাকে নিয়েই বর্তমান শুরু হোক এমন আর্তি! আগুন মাছি শব্দটা জোনাকি বোঝাতে।
সেদিন আমি রাস্তায় ছিলাম অনেকক্ষন! সন্ধ্যা হওয়া দেখেছিলাম। আর সবুজের ভেতর ঘন অন্ধকারে অদ্ভুত জোনাকিরা এলোমেলো উড়ছিল। আমি মুঠোফোনের বাটন টিপে টিপে একেকটা শব্দ লিখেছিলাম।
বারবার শুনছি! কি করে যে ধন্যবাদ দিই!