দ্য ইলুশনিস্ট মুভির নাম শুনেছেন ?
প্রশ্নটা একটু বোকার
মতো করে ফেললাম বোধহয় । এই
মুভিতো রীতিমত পপুলার একটা মুভি ।
এই মুভির নাম শুনবে না কেউ
এটা কীভাবে হয় !
নামঃ The Illusionist (2006)
পরিচালকঃ Neil Burger
অভিনয়ঃ Edward Norton, Paul Giamatti,
Jessica Biel
IMDB : http://www.imdb.com/title/tt0443543/
IMDB Rating : 7.6
এডওয়ার্ড
নরটনকে যারা চিনেন না বা এর
আগে যারা নরটনের মুভি দেখেন
নাই , তারাও অনেকে এই
মুভি দেখেছেন । অনেকে এডওয়ার্ড
নরটনকে চিনেনে জাস্ট এই মুভির
মাধ্যমেই ।
মুভিটি ২০০৬
সালে মুক্তি পেয়েছিলো ।
মুভিটিতে এডওয়ার্ড নরটন
ছাড়া আরো অভিনয় করেছেন
জেসিকা বিয়েল , পল
গিয়ামাট্টি এবং রুফুস সেওয়েল ।
মুভিটি পরিচালনা করেছেন নিল
বার্গার ।
কাহিনী : ভিয়েনাতে একবার
আইসেনহাইম নামক এক ইলুশনিস্টের
(এডওয়ার্ড নরটন) আবির্ভাব ঘটে ।
সে নানান ধরণের অস্বাভাবিক
এবং অসাধারণ ম্যাজিক
দেখিয়ে অগণিত মানুষের মন জয়
করে নিয়েছে । তার এই ম্যাজিক
নিয়ে কাজকারবারে ইন্সপেক্টর উহল
(পল গিয়ামাট্টি) মোটেই সন্তুষ্ট নয় ।
সে সবসময় আইসেনহাইমকে সন্দেহের
চোখে দেখে । একবার এক ম্যাজিক
শো করতে গিয়ে আইসেনহাইম তার
ছোটবেলার
হারানো ভালোবাসা সোফিকে (জেসিকা বিয়েল)
খুঁজে পায় । কিন্তু , চাইলেই
আইসেনহাইম আর
সোফি একসাথে হতে পারে না ।
কারণ , সোফি যে ক্রাউন প্রিন্সের
(রুফুস সেওয়েল) বাগদত্তা ।
আইসেনহাইম
কী ফিরে পাবে সোফিকে ? ক্রাউন
প্রিন্স জানতে পারলে কী হবে ?
ইন্সপেক্টর উহল
কী আইসেনহাইমকে সন্দেহ করা বাদ
দিবে ?
জানতে হলে দেখুন দ্য ইলুশনিস্ট ।
এডওয়ার্ড নরটনঃ
বরাবরের মতো এডওয়ার্ড নরটন
অসাধারণ অভিনয় করছেন ।
তবে আমি আমি মনে করি নরটন
আরো ভালো অভিনয় করতে পারতেন
। কেনো জানি এই মুভিতে তার
অভিনয় অ্যামেরিকান
হিস্টোরি এক্স , ফাইট ক্লাব
কিংবা দ্য পেইন্টেড ভেইল
লেভেলের মতো লাগেনি । তারপরও
তিনি যে অভিনয় করেছেন তাও
অনেক বড় বড় অভিনেতাই
করতে পারতেন না । আসলে , নরটন
নিজেই নিজের লেভেল অনেক
উপরে নিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন
। পল গিয়ামাট্টি অসাধারণ অভিনয়
করেছেন । মুভির চমক ছিলো তার
অভিনয় । অতি শক্তিশালী অভিনয় ।
চরিত্রের জন্য পারফেক্ট ।
জেসিকা বিয়েল তেমন সুযোগ
পাননি । তারপরও
মোটামোটি ভালোই করেছেন ।
মুভির অন্যতম আকর্ষণ অন্যরকম
ক্যামেরা ওয়ার্ক ।
যারা মুভি দেখেছেন তাদের
নিশ্চয়ই মনে আছে ক্যামেরার অন্যরকম
ব্যবহার । এই
জিনিস্টা মুভিকে আরো স্পেশাল
বানিয়েছে ।
নিল বার্গার অসাধারণ
পরিচালনা করেছেন ।সার্থক সাসপেন্স। মুভি দেখার
সময় একটা ঘোর
তৈরি হয়ে গিয়েছিলো ।
একই বছর নোলানের দ্য প্রেস্টিজ
মুক্তি পায় । তাই , না চাইলেও দুই
মুভির মাঝে তুলনা চলে আসে ।দুটাই ম্যাজিশিয়ান ভিত্তিক। দুই
মুভিতেই আমার প্রিয় দুই
অভিনেতা ক্রিশ্চিয়ান বেল
এবং এডওয়ার্ড নরটন অভিনয় করেছেন ।দুটাই মাস্টারপিস একেবারে!
তাই আমি এই দুই মুভির
মাঝে কোনো তুলনা করবো না ।
না দেখে থাকলে দেখে ফেলতে পারেন
। আশাহত হওয়ার কোনো সম্ভাবনাই
নাই ।নিল বার্গার সে সুযোগ রাখেনি