কথার আগের কথা
২০০৯ সাল, ইতিহাসের পাতায় এটা এখন অতিত কাল, এই সালে অনেক কিছু হওয়া/ নাহওয়ার মধ্যে শিশুদের ৫ম শ্রেনীর সমাপনি পরিক্ষা , সবার পরিভাষায় শিশুদের এস এস সি হলো,ফলাফলও দেয়া হলো।বৃত্তি পরিক্ষা আলাদা না নেয়ায় সর্ব অঙ্গন থেকেই সাধুবাদ পেয়েছিলো কতৃপক্ষ।
চিত্র -১
ফলাফল প্রকাশের পর হই হই রই রই অবস্থা, সবাই বেশ উল্লসিত! মেধা তালিকায় স্হান পাওয়াদের নিয়ে সবার নাচানাচি বিশেষ করে মিডিয়াগুলো ছিলো সবার চেয়ে এগিয়ে।
চিত্র - ২
এক দিন পর সংবাদপত্রে ভিতরের পাতায় গাছাড়া ভাবে প্রকাশ " ভালো ফলাফল না করতে পারায় অভিমানে আত্মহত্তা"
চিত্র -৩
ছোট্র মেয়ে তিনা কেবল মাত্র ৩য় শ্রেনীতে পরে তার বক্তব্য " আঙ্কেল ৫ম শ্রেনীতে আমাকে মেধা তালিকায় থাকতে হবে তাই আম্মু আরো দুটো প্রাইভেট ঠিক করে দিয়ে বলেছেন, স্কুল বন্ধ থাকলেও কোন যায়গাই এই দু বছর বেড়াতে যাওয়া যাবেনা ,ফাইবের বই একটু একটু করে শেষ করতে হবে ,যাতে আমি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারি। আগের ৩ টি প্রইভেট নিয়ে এখন হলো......
চিত্র -৪
.............
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৮