গাড়ি একটু একটু করে যখন শিশু পার্কের সামনে দেখা গেল দুটি ট্রাকে দারিয়ে সকলকে হাত নারছে জন নেতা সাজেদা চৌধুরি, আরির হোসেন আমু,আব্দুর রাজ্জাক,তোফায়েল আহমদ,সুরনজিত সেন গুপ্ত,সৈয়দ আশ্রাফুল ইসলাম,এ্যাড.কামরুল ইসলাম,মির্জা আজম,জাহাঙ্গির কবির নানক,হাজি সেলিম,মায়া,পঙ্কজ দেবনাথ সহ সরকারের প্রায় গোটা পরিবার।তাদের হাত নারা দেখে ভুক্ত ভোগি যাত্রিরা বলেই ফেল্ল,এই না হলে বাংলাদেশের জন নেতা,রাজনৈতিক দল ,ক্ষমতাসিন দল। সালার জনগন ,জননেতাদের সালাম নিবিনা?.আনন্দ করবিনা ।এই আনন্দ যে বঙ্গবন্ধুর গড়া দল আওয়ামিলীগের ৬০ তম জন্ম বার্ষিকীর।স্বাধীন দেশের স্হপতি বঙ্গবন্ধুর গড়া দলের উৎসবে একটু কষ্টতো করতেই হবে,কষ্ট না ভাবলেই হয়।আর রাস্তা আটকিয়ে সমাবেশ না করলে কেমন দেখায় না? সরকারি দল হিসেবে অন্যকে এই পথ দেখাতে হবে না?.এরই নাম হচ্ছে ডিজিটাল উৎসব।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ রাত ৯:০৩