এই সেই ল্যাম্পপোষ্ট যার নিচে হাটলে
স্বপ্নবাজের মতো তুমি
আওড়ে যেতে কবিতা কিংব
ভাললাগা কোন গানের কলি।
চাঁদের আলোর চেয়ে এ ল্যাম্পপোষ্টের আলো
তোমার কাছে বেশি স্বপ্নিল
এর আলো তোমার হৃদয়ের সব কলোষতা
মুছে দিয়ে তোমাকে করে বর্ণিল।
হয়ত অতীত কোন স্মৃতি মনে পড়ে যায়
যে স্মৃতিতে শুধুই ভাল লাগা
আন্দোলিত হবার লোভে বার বার
স্বপ্ন এঁকে এঁকে এ পথ চলা।
তখন কি তুমি থাক তোমাতে না অন্য কোথাও
হারিয়ে যাও অজানা পথে
প্রথম কবিতার সেই মানুষকে নিয়ে কি তুমি
স্বপ্নে চড় কৃত্তিম চাঁদে।।