: হ্যালো।
: কি করছিস?
: কিছু না। বসে বসে ভাবছি।
: এত ভাবাভাবির দরকার নেই। এক্ষুনি আয় আমার এখানে।
: কেন?
: কেন দিয়ে তুই কি করবি? তোকে আসতে বলেছি, ব্যস্, তুই আসবি।
: না আমি পারব না।
: আমি অপেক্ষায় আছি।
: কেন আসব বলবি তো!
: আসলেই শুনবি।
: ঠিক আছে, আসছি। রাখি।
: না রাখা লাগবে না। কথা বলতে বলতে আয়।
: কি নিয়ে কথা বলব?
: যা ইচ্ছা। ওহ, তোকে তো বলাই হয়নি! আমি প্রেমে পড়েছি।
: ও আচ্ছা।
: ও আচ্ছা কি? ও আচ্ছা বলে ভ্যাবদা মাছের মতো ত্যাবদা মেরে আছিস কেন? আমি কি প্রেমে পড়তে পারি না?
: কেন পারবি না।
: তবে চুপ করে আছিস কেন? কিছু বল।
: কি বলব?
: কি বলবি মানে? মনে হচ্ছে তোর প্রেমিকা অন্যের প্রেমে পড়েছে।
: আচ্ছা বলছি, প্রেম করেছিস- খুব মরাত্নক ভাল করেছিস। এবার প্রেমিক কে নিয়ে ডেটিং করতে থাক।
: প্রেমিককে নিয়ে ডেটিং করতে থাক- এ আবার কেমন কথা? প্রেম করা কি ভাল না, না’কি?
: না ভাল না।
: তবে বলছিস না কেন যে প্রেম ভাল না। ভাল না বলছিস, আবার প্রেম করে ডেটিং করতেও বলছিস! এ কেমন কথা হল?
: আমি কই বললাম! তুই-ই-তো বললি।
: আমি না হয় বললামই। তাই বলে তুইও তাই বিশ্বাস করবি? আমাকে কি এতই বাজে মনে হয়?
: না,না। তা হবে কেন? তুই অনেক ভাল। অনেক অনেক ভাল। আমার দেখা সেরা।
: খুশি করার জন্য বলছিস- না?
: আমি কাউকে খুশি করার জন্য কিছু বলি না।
: আচ্ছা যা, বিশ্বাস করলাম। তবে আমি কিন্তু সত্যিই প্রেমে পড়েছি।
: ও আচ্ছা।
: ও আচ্ছা আবার কি?
: না, তুই প্রেম করিস নি। কারন তুই ভাল। অনেক ভাল।
: তবে কি বলতে চাচ্ছিস আমি মিথ্যা বলছি?
: হ্যাঁ।
: কি? আমি এতই মিথ্যাবাদী যে তোর সাথেও মিথ্যা বলব?
: না তুই মিথ্যাবাদী না।
: তবে যে বললি আমি মিথ্যা বলেছি। যা,তোর আসা লাগবে না।
: আরে আমি এইতো এসে গেছি।
: না আসা লাগবে না। আমি এখন মোবাইল বন্ধ করে দেব।
: আমি এতক্ষণ হেটে আসলাম....
: হাট, হাটতে থাক। হাটা স্বাস্থ্যের জন্য ভাল।
: এই শোন, শোন.. ..হ্যালো..হ্যালো.. ..
ইস! এটা যদি সত্য হত! যদি আমার অলস মস্তিস্কের নিত্য কল্পনা না হত!
হ্যাঁ। উপরের পুরু সংলাপই আমার মনের কল্পনা। আমার এরকম কেউ নেই যে কপট রাগে মোবাইল বন্ধ করে রাখবে। যে স্ববিরোধী কথা দিয়ে আমাকে বিরক্ত অথচ আনন্দ দিবে। থাকলে মন্দ হত না। তবে নেই বলে যে আমার খুব একটা সমস্যা হচ্ছে, তা কিন্তু না। আমি দিব্যি কল্পনা করে চালিয়ে নিচ্ছি। দরকার পড়লেই মনের সব ক’টা জানালা-দরজা খুলে দেই। ইচ্ছামতো মনের মানুষকে নিয়ে গল্প তামাশায় ডুবে যাই।
তারপরও মনের কোণায় ঘাপটি দিয়ে একটা আশা লুকিয়ে থাকে; সময় পেলেই বেরিয়ে আসার প্রতীক্ষায়- আমার যদি সত্যি একজন কেউ থাকত’!!