প্রতিটা মানুষের জীবনকেই একটা লাইফ সাইকেল হিসেবে ধরা হয়। গানের ভাষায় যদি বলি তাহলে বলতে হয় “মাটির দেহ মাটিতে মিশে যায়”। ছোট থাকতে এখনো মনে আছে আমরা পড়ে এসেছি ব্যাঙ এর জীবনচক্র। এভাবে করেই আমরা লাইফ সাইকেলের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি।
এই পোস্টে বলবো প্রেম ভালবাসার লাইফ সাইকেল। আপনার প্রেমের স্টেজ কোন পর্যায় আছে সেটা বুঝতে পারবেন এই পোস্টে। ধরা যাক, আপনার প্রেম ভালবাসা চলছে ৫ বছর ধরে তাহলে প্রতি বছর আপনার সাইকেল কেমন হবে আসুন দেখে নেই।
• ১ম বছরের প্রেম / ভালবাসা
যেহেতু প্রথম বছর চলছে আপনার প্রেম / ভালবাসা তাই যে লক্ষণ দেখা যেতে পারে –
১। ভালবাসার কথাটুকু জানাতে আপনার দিনের পর দিন লাগবে
২। কোন কারণে চোখাচোখি হয়ে গেলে চোখ নামিয়ে ফেলে যত তারাতারি হয়
৩। পাশাপাশি রিকশায় বসলে একটু দূরত্ব রেখে বসে
৪। ভালবাসার মানুষের হাতের ছোয়া যদি অসাবধানতাবশত লাগে তাহলে শিহরিত হয়
৫। এই সময়ে ২ জনের দেখা হলে খুব লাজুক ভাবটা রয়েই যায়, বিশেষ করে প্রেমিকার
৬। কবিতা লেখার নতুন অভ্যাস জাগ্রত হয় প্রেমিকার মাঝে
৭। মোবাইলের ব্যবহার বাড়তে থাকে
৮। রাত জাগার অভ্যাসটা আস্তে আস্তে জাগ্রত হয়
৯। ডেটিং এ ২ জন নির্জনে বসে থাকে ঘন্টার পর ঘন্টা কোন কথা ছাড়াই। কিংবা হাল্কা কথা চলে, কিংবা চোখ চোখ রেখে হারিয়ে যায় ২জনের মাঝে
১০। ভুল ত্রুটি হলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে প্রেমিকারা
তবে ক্রেজি প্রেমিক প্রেমিকা হলে সেটা ভিন্ন কথা।
• ২য় বছরের প্রেম / ভালবাসা
১। চোখে চোখ রেখে পলকহীন তাকিয়ে থাকার প্রবণতা বাড়তে থাকে
২। রিকশায় পাশাপাশি বসার ক্ষেত্রে ভিন্নতা আসে। (কোমরে হাত দিয়ে রাখে প্রেমিক তার প্রেমিকার)

৩। সপ্তাহে ৪/৫ দিন দেখা করার প্রবণতা বাড়ে
৪। মোবাইলের উপর অত্যাচার বাড়তে থাকে। এস এম এস, কল সব চলতে থাকে এই সময়ে।
৫। সারারাত কথা বলার প্রবণতা লক্ষ করা যায় (কোন টেলিকম কোম্পানীর ফ্রী সেবা পেলে কি হয় সেটা আমরা দেখে এসেছি)
৬। ভালবাসার কথা জানাতে সংকোচ বোধ করে না (এমনকি সবার সামনে বলতেও)
৭। মাঝে মাঝে ঝগড়া লেগেই থাকে
৮। প্রেমিককে তার প্রেমিকার বাসায় পৌছে দেবার চল লক্ষ করা যায়
৯। বৃষ্টিতে ভিজতে ভাল লাগে আর ............... (১৮+)

১০। ২ / ১ টা চুমু বিনিময় হয় (আরো হতে পারে......)

১১। প্রেমিকের নিজের গাড়ি থাকলে লং ড্রাইভে যাওয়া শুরু হয়
• ৩য় বছরের প্রেম / ভালবাসা
১। ছেলে, মেয়ে যে প্রেম করে সেটা ২ জনের পরিবার জেনে যায়
২। প্রেমিক ছাত্র হলে মেয়ের পরিবার পছন্দ করেন না
৩। প্রেমিকা দেখতে শ্যামলা হলে আর এক ক্যাচাল শুরু হয়
৪। তুমুল ঝগড়া শুরু হয় প্রেমিক / প্রেমিকার মধ্যে
৫। ছোট ছোট মিথ্যা বলার প্রবণতা বাড়তে থাকে (প্রেমিক / প্রেমিকার ক্ষেত্রে)
৬। স্পেশাল অকেশন গুলোতে টাকা পয়সা দেদারসে খরচ করার মানসিকতা দেখা যায় (প্রেমিক)
৭। বিয়ে করতে দেরি হচ্ছে বিধায় মোবাইলেই .............. (চরমভাবে ১৮+)

৮। কোন কারণ ছাড়াই প্রেমিকার মন খারাপ হয় যখন তখন
৯। প্রেমিককে খোঁটা দেয়ার প্রবণতা দেখা যায়
১০। বিয়ের পর তাদের সংসার কেমন হবে তা নিয়ে গবেষনা চলে
• ৪র্থ বছরের প্রেম / ভালবাসা
১। বিয়ে কেন হচ্ছে না এখনও তা নিয়ে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন
২। ছাত্র থাকা অবস্থাতেই প্রেমিকের চাকরি খোজার প্রবণতা লক্ষ করা যায়
৩। ঝগড়া ঝাটি চরম স্টেজ়ে চলে গেলে ৩/৪ দিন মোবাইল বন্ধ পাওয়া যায় প্রেমিকার
৪। আত্তহত্যা করতে মন জাগে কারো কারো
৫। প্রেমিকার বিয়ের সম্বন্ধ আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে
৬। কোন কিছু হলেই শরীরে কাটাকুটি লক্ষ করা যায়
৭। প্রেমিকা ক্রমাগত ইমোশনাল ব্লাকমেইল করে প্রেমিককে
৮। প্রেমিকার পরিবার প্রেমিকের সাথে কথা / দেখা বলার জন্য ব্যস্থ হয়ে থাকেন
৯। প্রেমিকের কি কি দোষ আছে তা খুটিয়ে খুটিয়ে বের করতে থাকে প্রেমিকার পরিবার
১০। পরিবার যদি তাদের সম্পর্ক মেনে নেয় তাহলে ভাল আর না মেনে নেয় তাহলে পালিয়ে বিয়ে করা যায় কি না সেটা নিয়ে কথা চলতে থাকে
• ৫ম বছরের প্রেম / ভালবাসা
১। সম্পর্কের অবনতি ঘটতে থাকে ক্রমাগত
২। প্রেমিক এতদিন যা ভুল করেছিল সেটার একটা হিসেব দেয়া হয়
৩। এতদিন হয়ে যাওয়ার পরও প্রেমিকা বুঝতে পারে না তার ভালবাসার মানুষটি তার জন্য পারফেক্ট কি না!
৪। মেয়ের পরিবার মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ার জন্য উঠে পরে লেগে যান
৫। প্রেমিকার মোবাইলে ফোন দিলেই প্রেমিক লাইন বিজি পেতে থাকে
৬। বেশিরভাগ ঝগড়া মাত্রাতিরিক্ত হয়ে যায়
৭। ২ জন ২ জনের মধ্যে আকর্ষন কমতে থাকে
৮। ব্রেক আপ যদি হয়েই যায় তাহলে প্রেমিককে হাতে পায়ে ধরে কিংবা যেভাবেই হোক শুরু হয় প্রেমিকাকে মানানো। এতে সফল হলে তো কথাই নেই। আর না হলে দ্যা এন্ড
খুব সংক্ষপে এরকমই হল প্রেম / ভালবাসার লাইফ সাইকেল। তবে এই লক্ষণ গুলোর বিপরীতও হতে পারে। আসলে প্রেম / ভালবাসা এতই বিচিত্র যে এতে ভিন্নতার কোন শেষ নেই। তাই বলে শেষ করা যাবে না।
বিঃদ্রঃ একটি এম১৫৪ ধারা পরিবেশনা।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২৯