এখন শুধু ছুঁয়ে দেব. ছুঁয়ে যাব
না মিলুক কিছু কঠিনিয়া জটিল গণিত
ওসব মেলে না. মেলে নি. মিলবে না কোনদিন
এখন শুধু ছুঁয়ে দেব
ছুঁয়ে দেব ঠোঁট, আদরের রাজধানী
ছুঁয়ে দেব জেলা-উপজেলা
দেহের দেশের প্রতিটি অঙ্গরাজ্য
প্রতিটি প্রদেশে আমার একান্ত পাহারা
প্রতি অঙ্গ.প্রত্যঙ্গ প্রহরী হিসেবে নিয়োজিত
ছুঁয়ে দেব গহনে মাখনে মাখনে
তোমার দেহের নম্রতা
ছুঁয়ে দেব
ছুঁয়ে দেব সমভূমি.মালভূমি
কিছু একান্ত উঁচু-নিচু
গোপন উপত্যকা
মানচিত্র ছুঁয়ে দেব
কোথায় পালাবে? কোথায় হারাবে তুমি?
কুসুমকে ঘিরে অ্যালবুমিনের মত
তোমাকে ঘিরে আমি
ইনক্লুশন কমপ্লেক্সে আয়োডিন আর অ্যামাইলোজ অণুর শিকল
রয়েছি জড়িয়ে-পেঁচিয়ে
ছুঁয়ে দেব ঢেউ-তরঙ্গ
অণু-পরমাণু
ছুঁয়ে দেব কোষে কোষে নিরলস
সুচারু সাজানো বাগান
ছুঁয়ে দেব পুষ্পদাম.অনাঘ্রাতা
না মিলুক এল.এইচ.এস, আর.এইচ.এস
বাস্তব.কল্পনা
ওসব মেলে না. মেলে নি. মিলবে না কোনদিন
তবু ছুঁয়ে যাব মনে মনে
একান্ত আপনে
তবু ছুঁয়ে যাব
ছুঁয়ে যাব জীবনে-মরণে....