স্বদেশি এলিয়েন সে
বাস করে একই মাটিতে, অন্য আকাশের নিচে
দুই পায়ে হাঁটে
খায়. ঘুমায় একই পদ্ধতিতে
সে আমাকে চেনে না
হৃদয়ের কোন নিয়ম জানে না
বাস করে সমান্তরালে
তার অহংকারের ভলিবল মাটিতে পড়ে না
তার গায়ে মৃত্তিকার ঘ্রাণ
মৃত্তিকা তার ঘ্রাণ পায় না
যাবতীয় অনুভূতি থেকে সে সর্বদা দূরত্ব ও উচ্চতা মেপে চলে
স্বদেশি এলিয়েন
একই দেশে, ভিনগ্রহে থাকে
জেলা চেনে, উপজেলা বললে বুঝে
আকাশ বুঝে না
সে বাস করে একই মাটিতে, অন্য আকাশের নিচে
দুই পায়ে হাঁটে
খায়. ঘুমায় একই পদ্ধতিতে
তার আকাশ. আমার আকাশ মেলে না
আমার আকাশ. তার আকাশ মেলে না....
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৫