> তিরিশ দিনের তিরিশটি বাছাই কবিতা
> ৭২ জন কবির ১২৪ টি কবিতা.........................
কবিতা ভাব ও অনুভূতি প্রকাশের মাধ্যম। কবিমনের প্রেম, রং, রস, ক্ষোভ, দ্রোহ প্রকাশ পায় কবিতার মধ্য দিয়ে। কবিগণ মুক্তি ও বোধের কথা বলেন। আবেগহীন মানুষ মাত্রই নষ্ট মানুষ। কবিতা বিশুদ্ধ আবেগের চর্চা।
সামহোয়্যার ইন ব্লগে প্রতিদিন গড়ে আড়াইশো থেকে তিনশোটি লেখা আসে। যার মধ্যে কবিতার সংখ্যা নেহায়েত কম নয় (প্রতিদিন গড়ে প্রায় পনেরা থেকে বিশ)। সারা মাসের কবিতাগুলোর মধ্য থেকে নির্বাচিত কবিতাগুলো নিয়ে ‘একটি কাব্যিক ভ্রমণ’ শিরোনামে কবিতা সংকলনের প্রক্রিয়া শুরু হয় মার্চ, ২০১৩ তে। ব্লগার ‘কান্ডারি অথর্ব’ এবং (প্রয়াত) ব্লগার ‘একজন আরমান’-এর হাত ধরে এর যাত্রা শুরু। পরবর্তীতে ব্লগার ‘স্বপ্নবাজ অভি’-র উদ্যোগে কাব্যিক ভ্রমণের যাত্রা অব্যাহত থাকে।
কিছুদিন আগে “সামহোয়্যার ইন ব্লগ সংকলন পোস্টের সংকলন”- লেখাটিতে ব্লগার ‘স্বপ্নবাজ অভি’-র মন-ব্য থেকে জানতে পারি কবিতা সংকলনের কাজ গত দু’মাস যাবৎ (এপ্রিল, মে) বন্ধ আছে। তিনি মন্তব্যে উল্লেখ করেন, কোন কবিতাপ্রেমী সংকলনের দায়িত্ব নিলে যারা কবিতা সংকলন প্রত্যাশা করেন, তারা উপকৃত হবে।
দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি জানি না, তবে গত কিছুদিন কবিতার সাথে সহবাস খুব উপভোগ করেছি। সামহোয়্যার ইন ব্লগে আমি নতুন। এখানে কারও সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ নেই। আকস্মিক এই পোস্টটি যদি কারও কাছে অবিনীত মনে হয়ে থাকে তবে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকবে। আর কথা না বাড়িয়ে, কাব্যিক ভ্রমণের মূল আয়োজনে চলে যাচ্ছি।
===আলোচিত তিরিশ কবিতা===
এ অংশে মাসজুড়ে সর্বোচ্চ মন্তব্য ও ভালো-লাগা পাওয়া কবিতাগুলো রাখা হয়েছে। এই কবিতাগুলো গত জুন মাসে আগ্রহের কেন্দ্রে ছিল এবং সর্বাধিক ব্লগিয় মিথষ্ক্রিয়া তৈরি করেছে।
১ জুন: মৃত পাখিদের হৃৎপিন্ড জেগে থাকে ঠোঁটে, মৃত্যুর পরে মৃত পাখিদের হৃৎপিন্ড জেগে থাকে ঠোঁটে, মৃত্যুর পরে / রাইসুল নয়ন
২ জুন: তোমাকে খুঁজেছি রক্তের আঁচড়ে / কান্ডারি অথর্ব
৩ জুন: খুব বেশি সাদামাটা / বোকা মানুষ বলতে চায়
৪ জুন: দেবদূত / জাহাঙ্গীরআলম ৫২
৪ জুন: ভালবাসার ইশতেহার / নাজমুল হাসান মজুমদার
৫ জুন: জাহাজী / নাজমুল হাসান মজুমদার
৬ জুন: পুরুষের মন এবং রমণীর চুলবাঁধা বিষয়ক কবিতা / স্বপ্নচারী গ্রানমা
৭ জুন: কখনো চিরকুট, কখনো চেয়ার / অন্যমনস্ক শরৎ
৭ জুন: কবিতা আমার আজন্ম অভিশাপ / ভাঙা ডানার পাখি
৮ জুন: প্রণয়ের অভিধান / সেলিম আনোয়ার
৯ জুন: তোমার উপস্থিতি / নাজমুল হাসান মজুমদার
১০ জুন: ২১৯॥ (ক্যানো সন্ধ্যা এলে ভুলে যাও) / ইনকগনিটো
১১ জুন: পাঠ / ইনকগনিটো
১২ জুন: ভববন্ধনের বন্ধনহারিণী তারিণী / কান্ডারি অথর্ব
১৪ জুন: কথা / পেন আর্নার
১৫ জুন: কেমন আছো, বাবা? / সেলিম আনোয়ার
১৬ জুন: সবুজ বোতলের পথভুলো কালো স্বপ্নেরা / অন্যমনস্ক শরৎ
১৬ জুন: পুরুষের কান্না তার কবিতায় / সানড্যান্স
১৭ জুন: তেমনটি কি হবে? / সেলিম আনোয়ার
১৮ জুন: নির্লিপ্ত নির্জনতায় / কান্ডারি অথর্ব
১৯ জুন: অরুন্ধতী তোমার কাছে / ডি মুন
২০ জুন: প্রত্যুত্তর / সেলিম আনোয়ার
২২ জুন: শুধু তোমাকে ছুঁয়ে দেব বলে / সেলিম আনোয়ার
২৩ জুন: এক গুচ্ছ গ্ল্যাডিওলাস / সানড্যান্স
২৪ জুন: চির অম্লান হাসি / খেয়াঘাট
২৫ জুন: জলেরও উদারতা নিয়ে জাগে মহাপ্রাণ / গোলাম কিবরিয়া পিনু
২৬ জুন: মৃত্যুকাব্য / নাজমুল হাসান মজুমদার
২৭ জুন: মিলনের অনভিপ্রায় / সেলিম আনোয়ার
২৮ জুন: নির্মলার ব্যথা / ডট কম ০০৯
৩০ জুন: মধ্যরাতের গল্পগুলো কি একটু অন্যরকম হয়? / রোদেলা
*১৩, ২১ এবং ২৯ জুন তারিখসমূহে আসা কোন কবিতা যথেষ্ট পরিমাণ মন্তব্য বা ভালো-লাগা পায় নি, তাই ৪, ৭ এবং ১৬ জুন তারিখসমূহ হতে দু’টি করে কবিতা নেওয়া হয়েছে।
===তিরিশ দিনের বাছাই তিরিশটি কবিতা===
কোন প্রকার প্রতিযোগিতামূলক দৃষ্টি থেকে নয়, এ অংশে মূলত নিজস্ব ভালো-লাগার ভিত্তিতে প্রতিদিন ব্লগে আসা কবিতাগুলো থেকে একটি করে কবিতা নির্বাচন করা হয়েছে। কবিতা একটি আপেক্ষিক ব্যাপার। ব্যক্তিভেদে কাব্যবোধ ভিন্ন, এমনকি কালভেদেও একটি কবিতা বিভিন্নভাবে আবির্ভূত হতে পারে। এই কবিতাগুলো আমার কাছে দিনের সবচেয়ে ভালো-লাগা কবিতা হিসেবে ধরা দিয়েছে। আশা করি, কবিতাপ্রেমীদেরও ভাল লাগবে।
১ জুন: দাও না, প্রিয় / দু:খ বিলাস
২ জুন: অমাবস্যায় উঁকি দেয় কেন পূর্ণিমার চাঁদ / ইয়াসিন এলাহী
৩ জুন: প্রহসন / ডেভিলনয়ন ১৩
৪ জুন: ভালবাসার ইশতেহার / নাজমুল হাসান মজুমদার /
৫ জুন: দূরত্ব / ডেভিলনয়ন ১৩
৬ জুন: জবানবন্দি / ডেভিলনয়ন ১৩
৭ জুন: কখনো চিরকুট, কখনো চেয়ার / অন্যমনস্ক শরৎ
৮ জুন: ভাবি, কাল হবে / প্রিন্স ঠাকুর
৯ জুন: মৃত দিনরাত্রি / এন ইসলাম রনি
১০ জুন: ২১৯॥ (ক্যানো সন্ধ্যা এলে ভুলে যাও) / ইনকগনিটো
১১ জুন: আগন্তুক / সাদাত হোসেইন
১২ জুন: কেউ ভালবাসি নি / বেপরোয়া বেদুঈন
১৩ জুন: ভাল নেই / পাগলি মিথিলা
১৪ জুন: তিনটি কবিতা দৃশ্যাবলি / এস এম লুৎফুল্লাহ মাহমুদ
১৫ জুন: কেমন আছো, বাবা? / সেলিম আনোয়ার
১৬ জুন: কবির মৃত্যু / সাজিদ-উল-হক-আবির
১৭ জুন: সেফটিপিন / সুমন নিনাদ
১৮ জুন: নির্লিপ্ত নির্জনতায় / কান্ডারি অথর্ব
১৯ জুন: অরুন্ধতী তোমার কাছে / ডি মুন
২০ জুন: চিঠি / ইনকগনিটো
২১ জুন: দ্বিতীয় চিঠি / ফয়সাল হিমু
২২ জুন: শুধু তোমাকে ছুঁয়ে দেব বলে / সেলিম আনোয়ার
২৩ জুন: অপেক্ষার শহরে / নাজমুল হাসান মজুমদার
২৪ জুন: চির অম্লান হাসি / খেয়াঘাট
২৫ জুন: জলেরও উদারতা নিয়ে জাগে মহাপ্রাণ / গোলাম কিবরিয়া পিনু
২৬ জুন: বিচিত্র বৈচিত্র্যহীন দিনগুলোর সকাল থাকে না / শাহজাহান আহমেদ
২৭ জুন: নির্মলার ব্যথা / ডট কম ০০৯
২৯ জুন: এখন ঘুমের দেশে সুখ নেই / ফয়সাল হিমু
৩০ জুন: মধ্যরাতের গল্পগুলো কি একটু অন্যরকম হয়? / রোদেলা
===৭২ জন কবির ১২৪টি কবিতা===
মাসজুড়ে উল্লেখ করার মত সব কবিতাই যেন সংকলনে থাকে এ অংশে সে চেষ্টা করা হয়েছে। যেহেতু নিজস্ব বিচার অনুযায়ী নির্বাচিত কিছু ভাল কবিতা অবশ্যই বাদ পড়তে পারে।
বানান ভুলসর্বস্ব কবিতা যা পাঠে কেবল বিরক্তিই সঞ্চারিত হয় এমন কবিতা রাখা হয় নি। আবার অনেকেই নতুন কবিতা লিখছেন, সে অর্থে তাদের সৃষ্টিকে অপ্রয়োজনীয় বলা যাবে না - তথাপি পরিপক্বতার অভাব থাকায় এমন অনেক কবিতা বাদ দেওয়া হয়েছে। তবে অবশ্যই ভবিষ্যতে উন্নত কবিতা উপহার দেওয়ার ব্যাপারে তাদের প্রতি শুভকামনা রইল।
এখানে কবিতা সংকলন জুনে যে ৭২ জন কবির কবিতা অন্তর্ভূক্ত হয়েছে তাঁদের নামের তালিকা দেওয়া হল। এ থেকে জুন মাসে কারা ব্লগে কবিতা লিখেছেন তা জানা যাবে, পাশাপাশি সংযুক্ত যোগাযোগ-সংকেত এর মাধ্যমে ভবিষ্যতেও তাঁদের কবিতা পড়া সহজসাধ্য হবে। বন্ধনী-অন্তর্ভূক্তি সংশ্লিষ্ট কবির সংকলনে স্থানপ্রাপ্ত কবিতার সংখ্যা নির্দেশ করে।
নাজমুল হাসান মজুমদার (১০টি), সেলিম আনোয়ার (৬টি), ডেভিলনয়ন ১৩ (৬টি), ইনকগনিটো (৫টি), ৎঁৎঁৎঁ (৫টি), কান্ডারি অথর্ব (৩টি), সানড্যান্স (৩টি), পেন আর্নার (৩টি), খোরশেদ খোকন (৩টি), শাহজাহান আহমেদ (৩টি), সুমন নিনাদ (৩টি), অনুপম অনুষঙ্গ (৩টি), মৃদুল শ্রাবন (৩টি), অন্যমনস্ক শরৎ (২টি), সাদাত হোসাইন (২টি), ভাঙা ডানার পাখি (২টি), সোনালী ডানার চিল (২টি), পাপতাড়ুয়া (২টি), এন ইসলাম রনি (২টি), ডি মুন (২টি), ফয়সাল হিমু (২টি), দু:খ বিলাস , আনজির , কোবিদ , সুফিয়া , রাইসুল নয়ন , হায়দার চৌধুরী , ইয়াসিন এলাহী , গেন্দু মিয়া , মেঘের স্বপ্ন , বোকা মানুষ বলতে চায় , জাহাঙ্গীরআলম ৫২ , জিয়ন আমান্জা , আবু সিদ , করণিক আখতার , হিমেল আকাশ , স্বাধীন লেখক , প্রিন্স ঠাকুর , ইখতামিন , দ্বৈত ঋত , অ রণ্য , বেপরোয়া বেদুঈন , পাগলি মিথিলা , এস এম লুৎফ্যুল্লাহ্ মাহমুদ , মৌমিতা আহমেদ মৌ, বাবুল হোসেইন , আশরাফুল ইসলাম দুর্জয় , বৃতি , সাজিদ-উল-হক আবির , এম জসীম , সুকুমার চৌধুরি , টোকন ঠাকুর , তুষার দেবনাথ , মুরাদ ইচ্ছামানুষ , নওশাদুর রহমান সৌখিন, খেয়াঘাট , বকুল ০৮ , গোলাম কিবরিয়া পিনু , অপ্রকাশিত কাব্য , রাহাগীর মনসুর , রোকসানা লেইস , অণিমা , মোহিত সোহাগ , নাসরিন চৌধুরি , ডট কম ০০৯ , তানি তানিশা , নীহারিক ০০১ , তাজা কলম , রোদেলা , সাইফ সামির , স্বপ্নচারী গ্রানমা , স্বদেশ হাসনাইন
১ জুন, ২০১৪:
১। দাও না, প্রিয় / দু:খ বিলাস
২। ঘুড়ি / খোরশেদ খোকন
৩। আমার এখন পাপের সময় / আনজির
৪। নির্বাসনে কবিতা / কোবিদ
৫। আমি ডাক শুনি কবিতার মত সেই শান্ত নদীটির / সুফিয়া
৬। মৃত পাখিদের হৃৎপিন্ড জেগে থাকে ঠোঁটে, মৃত্যুর পরে মৃত পাখিদের হৃৎপিন্ড জেগে থাকে ঠোঁটে, মৃত্যুর পরে / রাইসুল নয়ন
৭। রক্ষক-ভক্ষক / ডেভিলনয়ন ১৩
২ জুন, ২০১৪:
৮। যে বিন্দু তুচ্ছ / হায়দার চৌধুরী
৯। এই পাতানো সময়ে / ৎঁৎঁৎঁ
১০। অমাবস্যায় উঁকি দেয় কেন পূর্ণিমার চাঁদ / ইয়াসিন এলাহী
১১। প্রথম কুয়াশা / নাজমুল হাসান মজুমদার
১২। তোমাকে খুঁজেছি রক্তের আঁচড়ে / কান্ডারি অথর্ব
১৩। অণুকাব্য: গুম হয়ে যাই / গেন্দু মিয়া
১৪। স্বীকারোক্তি / ডেভিল নয়ন ১৩
৩ জুন, ২০১৪:
১৫। লাস্ট ট্রেন / মেঘের স্বপ্ন
১৬। ৩৩ মিনিটের শব্দজট / স্বদেশ হাসনাইন
১৭। শূন্য / ডেভিলনয়ন ১৩
১৮। খুব বেশি সাদামাটা / বোকা মানুষ বলতে চায়
১৯। ডেস্ট্রাকশন / ডেভিলনয়ন ১৩
২০। প্রহসন / ডেভিলনয়ন ১৩
২১। দিন চলে যাচ্ছে, দিন / বাবুল হোসেইন
২২। নগ্ন সত্যিদর্শন: স্মৃতি কখনও পরিমাপ জানে না / সোনালী ডানার চিল
৪ জুন, ২০১৪:
২৩। দেবদূত / জাহাঙ্গীরআলম ৫২
২৪। ভালবাসার ইশতেহার / নাজমুল হাসান মজুমদার /
২৫। মানুষ / সাদাত হোসাইন
২৬। তিনটি ছোট্ট কবিতা / আশরাফুল ইসলাম দুর্জয়
৫ জুন, ২০১৪:
২৭। অপদস্থ কবিতাবলি (৮) / জিয়ন আমান্জা
২৮। অহেতুক দীর্ঘশ্বাস / ভাঙা ডানার পাখি
২৯। জাহাজী / নাজমুল হাসান মজুমদার
৩০। দূরত্ব / ডেভিলনয়ন ১৩
৩১। মা, তুমি কি ফিরলে এখন? / আবু সিদ
৩২। যেখানে বা যখন মুখের চাওয়াতেই প্রতারণা / করণিক আখতার
৩৩। লিখছি নিকট অতীতের ঘুণে ধরা ইতিহাস / শাহজাহান আহমেদ
৬ জুন, ২০১৪:
৩৪। পুরুষের মন এবং রমণীর চুলবাঁধা বিষয়ক কবিতা / স্বপ্নচারী গ্রানমা
৩৫। তোমার শূন্যতায় / হিমেল আকাশ
৩৬। স্বপ্ন / স্বাধীন লেখক
৩৭। জবানবন্দি / ডেভিলনয়ন ১৩
৩৮। অবাক বেহুলা ভোর / ৎঁৎঁৎঁ
৭ জুন, ২০১৪:
৩৯। উপড়ে ফেলো কবিতার শব্দ / পাপতাড়ুয়া
৪০। বলছি বহুকাল পরের কথা / শাহজাহান আহমেদ
৪১। কখনো চিরকুট, কখনো চেয়ার / অন্যমনস্ক শরৎ
৪২। কবিতা আমার আজন্ম অভিশাপ / ভাঙা ডানার পাখি
৮ জুন, ২০১৪:[/su
৪৩। ক্রিস্টাল মহাকাল / ৎঁৎঁৎঁ
৪৪। ভাবি, কাল হবে / প্রিন্স ঠাকুর
৪৫। অপেক্ষা / ইখতামিন
৪৬। প্রণয়ের অভিধান / সেলিম আনোয়ার
৪৭। সঙ্গিন / পেন আর্নার
৯ জুন, ২০১৪
৪৮। মৃত দিনরাত্রি / এন ইসলাম রনি
৪৯। মধ্যবিত্ত সকালে / খোরশেদ খোকন
৫০। তোমার উপস্থিতি / নাজমুল হাসান মজুমদার
৫১। ফিয়াঁসের অর্কিড / সানড্যান্স
১০ জুন, ২০১৪:
৫২। কতিপয় অধরা বস্তু / এন ইসলাম রনি
৫৩। ২১৯॥ (ক্যানো সন্ধ্যা এলে ভুলে যাও) / ইনকগনিটো
৫৪। পাতাবাহার / সুমন নিনাদ
৫৫। স্বপ্নের শুভ্রতা এতটা চকচকে কেন? / সোনালী ডানার চিল
১১ জুন, ২০১৪:
৫৬। শূন্যতা / খোরশেদ খোকন
৫৭। পাঠ / ইনকগনিটো
৫৮। শুভ্র মেঘের বালুচরে / নাজমুল হাসান মজুমদার
৫৯। কল্পনা-২ / পেন আর্নার
৬০। আগন্তুক / সাদাত হোসেইন
১২ জুন, ২০১৪:
৬১। ভববন্ধনের বন্ধনহারিণী তারিণী / কান্ডারি অথর্ব
৬২। যে চিঠির খাম স্ট্যাম্পবিহীন / দ্বৈত ঋত
৬৩। পাথর পুরাণ / অ রণ্য
৬৪। কেউ ভালবাসি নি / বেপরোয়া বেদুঈন
১৩ জুন, ২০১৪:
৬৫। ভালবাসা নেই / পাগলি মিথিলা
৬৬। জলোচ্ছাস-২ / সুমন নিনাদ
১৪ জুন, ২০১৪:
৬৭। তিনটি কবিতা দৃশ্যাবলি / এস এম লুৎফুল্লাহ মাহমুদ
৬৮। ইচ্ছে করে / মৌমিতা আহমেদ মৌ
৬৯। কথা / পেন আর্নার
৭০। গোপন কথা / বৃতি
১৫ জুন, ২০১৪:
৭১। কেমন আছো, বাবা? / সেলিম আনোয়ার
৭২। বৃষ্টির ভেতর ঘুমিয়েছিল মগ্ন ফুলের মেঘ / পাপতাড়ুয়া
৭৩। ভুল জন্ম / ইনকগনিটো
৭৪। মহাজাগতিক / ৎঁৎঁৎঁ
৭৫। বাদল দিনের স্পর্শ / নাজমুল হাসান মজুমদার
১৬ জুন, ২০১৪:
৭৬। কবির মৃত্যু / সাজিদ-উল-হক-আবির
৭৭। মনতরঙ্গ ফড়িং / নাজমুল হাসান মজুমদার
৭৮। সবুজ বোতলের পথভুলো কালো স্বপ্নেরা / অন্যমনস্ক শরৎ
৭৯। পুরুষের কান্না তার কবিতায় / সানড্যান্স
৮০। কবিতার চলে যাওয়া / ডি মুন
৮১। টের পাই তারে / এম জসীম
১৭ জুন, ২০১৪:
৮২। সেফটিপিন / সুমন নিনাদ
৮৩। তেমনটি কি হবে? / সেলিম আনোয়ার
১৮ জুন, ২০১৪:
৮৪। বেদে বস্তি / অনুপম অনুষঙ্গ
৮৫। নির্লিপ্ত নির্জনতায় / কান্ডারি অথর্ব
১৯ জুন, ২০১৪:
৮৬। শিরোনামহীন কবিতা / ৎঁৎঁৎঁ
৮৭। মানুষ হে / সুকুমার চৌধুরি
৮৮। অরুন্ধতী তোমার কাছে / ডি মুন
২০ জুন, ২০১৪:
৮৯। চিঠি / ইনকগনিটো
৯০। প্রত্যুত্তর / সেলিম আনোয়ার
২১ জুন, ২০১৪:
৯১। দ্বিতীয় চিঠি / ফয়সাল হিমু
৯২। পরিস্থিতি / টোকন ঠাকুর
২২ জুন, ২০১৪:
৯৩। শুধু তোমাকে ছুঁয়ে দেব বলে / সেলিম আনোয়ার
৯৪। নাগরিক সন্ধ্যা / নাজমুল হাসার মজুমদার
৯৫। স্বপ্নবিলাসী / তুষার দেবনাথ
২৩ জুন, ২০১৪:
৯৬। একটি শুয়োপোকা কুরে খেয়েছে হৃদয় / মৃদুল শ্রাবন
৯৭। এক গুচ্ছ গ্ল্যাডিওলাস / সানড্যান্স
৯৮। কয়েকটি কবিতা / মুরাদ-ইচ্ছামানুষ
৯৯। সবই তো ছিল, তবে কি এখন কিছু নেই / নওশাদুর রহমান সৌখিন
১০০। অপেক্ষার শহরে / নাজমুল হাসান মজুমদার
২৪ জুন, ২০১৪:
১০১। চির অম্লান হাসি / খেয়াঘাট
১০২। বৃষ্টি স্পর্শিত অস্তিত্ব এক / বকুল ০৮
২৫ জুন, ২০১৪:
১০৩। ক্রিস্টাল ক্লিয়ার / মৃদুল শ্রাবন
১০৪। জলেরও উদারতা নিয়ে জাগে মহাপ্রাণ / গোলাম কিবরিয়া পিনু
২৬ জুন, ২০১৪:
১০৫। তোমার কোনটা প্রিয়? / অপ্রকাশিত কাব্য
১০৬। হেঁয়ালি (অণুকাব্য-সিরিজ) / রাহাগীর মনসুর
১০৭। সুরেলা / রোকসানা লেইস
১০৮। মৃত্যুগন্ধী কবিতা / অণিমা
১০৯। চুমুগুলো উটের জকি / মোহিত সোহাগ
১১০। মাটির ফলায় দেখো তোমার পায়ের স্পর্শ লেগে আছে / অনুপম অনুষঙ্গ
১১১। মৃত্যুকাব্য / নাজমুল হাসান মজুমদার
১১২। বিচিত্র বৈচিত্র্যহীন দিনগুলোর সকাল থাকে না / শাহজাহান আহমেদ
২৭ জুন, ২০১৪:
১১৩। মিলনের অনভিপ্রায় / সেলিম আনোয়ার
১১৪। প্রলুব্ধ হতে পারি নি: তোমার অপেক্ষায় / মৃদুল শ্রাবন
১১৫। যন্ত্রদানবের শহরে / অনুপম অনুষঙ্গ
১১৬। “তুমি বড্ড গোঁয়ার” জেনো হে পুরুষ / নাসরিন চৌধুরী
১১৭। ক্যানো / ইনকগনিটো
২৮ জুন, ২০১৪:
১১৮। নির্মলার ব্যথা / ডট কম ০০৯
১১৯। আকর্ষণ / তানি তানিশা
২৯ জুন, ২০১৪:
১২০। ইচ্ছেগুলো / নীহারিক০০১
১২১। এখন ঘুমের দেশে সুখ নেই / ফয়সাল হিমু
৩০ জুন, ২০১৪:
১২২। রিসাইকেলে / তাজা কলম
১২৩। মধ্যরাতের গল্পগুলো কি একটু অন্যরকম হয়? / রোদেলা
১২৪। রোমান্টিক কবিতা: মিনতি / সাইফ সামির
===এ মাসের নতুন কবিমুখ===
এ মাসে ৬ জন নতুন কবি ব্লগে কাব্যভ্রমণ শুরু করেছেন। তাঁরা হলেন-
ডেভিলনয়ন ১৩ (৬টি কবিতা সংকলিত; উল্লেখযোগ্য কবিতা: প্রহসন , দূরত্ব , জবানবন্দি )
সুমন নিনাদ (৩টি কবিতা সংকলিত; উল্লেখযোগ্য কবিতা: সেফটিপিন] , পাতাবাহার ),
হিমেল আকাশ (উল্লেখযোগ্য কবিতা: তোমার শূন্যতায়)
পাগলি মিথিলা (উল্লেখযোগ্য কবিতা: ভাল নেই )
তুষার দেবনাথ (উল্লেখযোগ্য কবিতা: স্বপ্নবিলাসী )
রাহাগীর মনসুর (উল্লেখযোগ্য কবিতা: হেঁয়ালি (অণুকাব্য-সিরিজ) )
*দ্রষ্টব্য: সংযোজিত ছবিসমূহ গুগল ডট কম থেকে সংগৃহীত।
===পথ চলায় কাব্যিক ভ্রমণ===
একটি কাব্যিক ভ্রমন
একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ মার্চ-২০১৩
একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ এপ্রিল-২০১৩
একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন' মে ১৩
একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুন -২০১৩
একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুলাই -২০১৩
একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন আগষ্ট -২০১৩
একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন সেপ্টেম্বর-২০১৩
একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন অক্টোবর-২০১৩
একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন ফেব্রুয়ারী -২০১৪
একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন মার্চ-২০১৪