এসো, ভালোবাসো আমায়,
একবার 'ভালোবাসি' বলে তারপর ছোঁও!
কানের কাছে ফিসফিস করে একবার ওই মন্ত্রটি পড়ে
পবিত্র করো আমায়,
আমার স্তন, নাভি, যোনি, নিতম্ব সব পবিত্র করে দাও!
ভালোবাসায় পাপ নেই, ভালোবাসলে শরীরের আনাচে কানাচে ওৎ পেতে থাকে শুধু পুণ্য,
কামাতুর চোখে পূণ্য, ঠোটে পূণ্য, ঘাড়ে, গলায়,
বগলে, কাঁধে, পিঠে, আরও নিচে, অনেক নিচে,
দুই উড়ুর মাঝখানে, সবখানে শুধু পূণ্য আর পূণ্য!
এসো, ভালোবাসো আমায়
একবার 'ভালোবাসি' বলে তারপর ভোগ করো!
আমাকে ছিঁড়ে, খুঁড়ে, খুবলে খুবলে খাও,
খেয়ে খেয়ে পূণ্যবতী করো আমায়,
দিনে-রাতে, সাকালে-সন্ধ্যায়, ঝোপের ধারে, ঘরের কোণায়,
খেয়ে খেয়ে পূণ্যবতী করো আমায়!
সত্যি বলছি, ভালোবাসায় এতোটুকু পাপবোধ নেই আমার!
ও যে পূন্য!!
শুধু একটা বার ভালোবাসি বলো,
তারপর যা খুশি করো!
ওপরে, নিচে, সম্মুখে, পশ্চাতে- বিপরীত বিহারে!!
নষ্ট লালা, ভ্রষ্ট বীর্য, পাক্স্থলিতে, জরায়ুতে প্রবেশ করিয়ে দাও,
পূণ্য ছড়িয়ে যাক শরীরের সমস্ত আনাচে-কানাচে,
প্রতিটা লোমকূপের গোড়ায় গোড়ায় পূণ্য ছড়িয়ে দাও।
তারপর চলে যাও, তোমার পূণ্য স্মৃতি নিয়ে আমি কলঙ্কিণি হবো।
তুমি অন্য কারো কানের কাছে ফিসফিস করে আবারো মন্ত্র পড়ো, পবিত্র করো!
সত্যি বলছি ভালোবাসায় পাপ নেই!
ভালোবাসার শরীরের আনাচে কানাচে ওৎ পেতে রয় শুধু পূণ্য।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৯