ফুটি ফুটি করেও ফুটলনা রজনীগন্ধা।
এইতো সেদিনের কথা-
তুমি আমার পাশে বসে বাদাম খাচ্ছিলে,
আর আমায় খোসা ছুড়ে মারছিলে,
খুবই আনন্দ হচ্ছিল তোমার।
আমি বার বার সরে যাচ্ছিলাম
তোমার ঢিলগুলো হচ্ছিলো লক্ষ্যভ্রষ্ট,
হঠাৎ করেই আমার ঢিলে ঢালা চশমা খুলে পরে গেল।
তারপরেই তোমার ঢিলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করে,
তাইতো দেখি দেখি করেও হল না জ্যোৎস্না দেখা।
এইতো সেদিনের কথা-
অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল,
এক ছাতার নিচেই দুজন হাঁটছিলাম,
হঠাৎ করেই দমকা হওয়া ছাতা উড়িয়ে নিয়ে গেল,
আমি কিন্তু খুশিই হয়েছিলাম,
বন্ধ চোখে স্বপ্ন বুনেছিলাম বৃষ্টিবিলাসের,
চোখ মেলে দেখি তুমি ঘরে পৌছে গেছ,
আমি মধ্য উঠনে ভিজে একাকার।
খুব কষ্ট পেয়েছিলাম,
হায়! হতে হতেও হল না আমার বৃষ্টিবিলাস।