আমি লাল,
প্রচণ্ড কুৎসিত লাল,
তার উপরে কালো আভা,
হ্যাঁ ,আমি রক্ত।
আমি একাত্তুরের রক্ত,
আমি বুলেটের আঘাতে প্রবাহিত রক্ত,
আমি মুদ্রা, স্বাধীনতার মূল্যমান।
আমি রক্ত,
আমি মুক্তিযোদ্ধার মাতাল রক্ত,
আমি ফিনকি দিয়ে এঁকে দিয়েছি বাংলার মানচিত্র।
আমি বিদ্রোহী রক্ত,
আমি বেয়নেটের আঘাতে গড়িয়ে পড়ি,
আমি বাংলার মাটি উর্বর করি।
হ্যাঁ, আমি রক্ত।
আমি ধর্ষিত কিশোরীর প্রথম রক্ত,
আমি কিশোরীর স্বপ্ন ভঙ্গ।
আমি রক্ত
আমি মুদ্রা
আমি স্বাধীনতার স্বপ্ন
স্বাধীনতার মূল্যমান।