ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে সমৃদ্ধ ইতিহাস, এদেশের প্রতিটি আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতায় ঢাবির অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। বাংলাদেশ কখনওই ঢাবির ঋণ চুকাইতে পারবেনা।
একটা সময় ছিলো, যখন এই প্রতিষ্ঠানটি ছিলো এই দেশের আলোকবর্তিকা, দেশের শিক্ষাব্যবস্থা আবৃত ছিলো ঢাবির দ্বারা।
কিন্তু, সময় বদলে গেছে অনেক, স্বাধীনতার প্রায় অর্ধশত বছর হতে চললো; দেশের শিক্ষাব্যবস্থা, সমাজব্যবস্থা, রাষ্ট্র ও রাজনীতির ধারাও বদলে গেছে। আর এই বদলে যাওয়ার স্রোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রমশ তার জৌলুশ হারিয়ে ফেলেছে। এখন দলবাজি, কানাবাজি, চাঁদাবাজি, নীতিবাজির চিপায় পরে মুমূর্ষু প্রায় ঢাবির সেই ঐতিহ্য।
এখনকার বাংলাদেশে ঢাবি একটা মাতব্বর প্রতিষ্ঠান হিসেবে জেগে আছে। দেশের শিক্ষাব্যবস্থা ও পাবলিক ভার্সিটি গুলোর উপর নানান রকম মাতব্বরি করে চলে এখন ঢাবি। পাবলিক ভার্সিটিগুলোর স্বতন্ত্রতাকে গলায় চেপে ধরে আছে যেন; সবদিক থেকে কষে ধরার কারণে অন্যসব পাবলিক ভার্সিটি ও দেশের শিক্ষাব্যবস্থা নিজেদের স্বতন্ত্রতা জাহির করতে পারছেনা।
আপনি কি মনে করেন এব্যপারে? দেশের শিক্ষাব্যবস্থা ও পাবলিক ভার্সিটিগুলোর ওপর কি রকম মাতব্বরি খাটাচ্ছে ঢাবি?
মতামত দিবেন আশাকরি।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫