ঘুম থেকে জেগেই আসে তার ভাবনায়,
কি হবে আজকের সকালের নাস্তায় ?
সব কিছু তৈরি প্লেটে দেন সাজিয়ে,
এরপর দুপুরের রান্না নেয় গুছিয়ে ।
শরীরের প্রতি তার নেই কোন খেয়াল,
ধুয়ে মুছে সাফ করে বাড়ির দেয়াল ।
দুপুরের খাওয়া শেষে সবাই বিশ্রামে
মেয়েটি তখনো থাকে কাজের আশ্রমে ।
এটে থালাবাসন গুলো ধুতে যে হবে,
ভিজিয়ে রাখা কাপর কি এভাবে রবে ।
দুপুর গড়িয়ে ক্লান্ত বিকাল এলো যখন
ছাদেতে কাপড় শুকায় মেয়েটি তখন ।
এভাবেই কেটে সময় রাত্রি যে নামে.
নিজেকে বিলিয়ে দেয় আঁধরের দামে ।
অনেকেই জেগে থাকে দিয়ে ঘুম বাদ
কিছু আগে পেলো সে অসহ্য আঘাত ।
কাকে করবে নালিশ পায়না সে খুজে,
প্রতি রাতে মার গুলো সয় চোখ বুজে ।
বাবা বলে ছেলেদের কোন দোষ নাই
যা বলবে চুপ করে মেনে নেওয়া চাই ।
অসহায় মা তার নিরবেই কাঁদে ,
দীর্ঘশ্বাস উড়ে যায় বিষন্নতার ছাদে ।
একা একা মেয়েটি করে চিত্কার
এমন মেয়েজীবন নেই দরকার ।
আবার যদি পূন জন্ম নিতে হয়
তবে ছেলে হতে চাই মেয়েতো নয় ।
কতটা ঘৃনায় কেউ এমন কথা কয়
তবু কারোর মাঝে নেই কোন সংশয় ।